রাশিয়া: আমি একজন রুশফোব

লাইভ জার্নাল (এলজে) ব্যবহারকারী রুশানালিত, একজন জনপ্রিয় রাশিয়ান ব্লগার যিনি পরিচিত রাশিয়ার অর্থনীতি নিয়ে তার উত্তেজক পোস্টের জন্য। তিনি গত ১০ই জুন তার ব্লগে এই ছদ্ম মেনিফিস্টো (ইশতেহার) প্রচার করেছেন (রুশ ভাষায়)। তিনি একে ভাগ্যের পরিহাস বলে উল্লেখ করেন যে যারা রাশিয়ার অতীতকে জটিল করে দেখে এবং বর্তমান রাশিয়াকে ভীতিকর ভাবে, এরা রুশফোব বা রাশিয়া বিদ্বেষী হিসেবে পরিচিত। তারা নিজেদের হয়ত দেশপ্রেমিক বলে বিবেচনা করে, যখন ঠিক এর বিপরীতটাই অনেক ক্ষেত্রে সত্য।

এবং আমিও একজন রুশফোব বটে:

এর কারন আমি লিখি স্টালিন সত্যিকারভাবে তার দেশের জন্য প্রয়োজনীয় ছিল। কিন্তু তাকে বিচার করি তার ভুলগুলো দিয়ে, তার নিজের এবং দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুর্ব শ্রম ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত সুবিধা হারিয়ে গেছে। এইভাবে যদি তার কাজের মুল্যায়ন করা হয় তার প্রশংসা না করে, তাহলে বস্তুনিরপেক্ষতার দৃষ্টিতে এসবই আপনাকে রুশফোব বানাবে।

এমনকি যদিও আমি পুতিনের প্রশংসা করি তার বিশাল ভুমিকার জন্য যা জরুরী অবস্থার ২০ জন চেচেনকে দমন করার মতো ঘটনায় যার ফলে চেচনিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য বিদ্রোহ শুরু করে, এরপর আমি অন্য যে কোন বিবেচনায় পুতিনকে চেচনিয়ার ক্ষেত্রে প্রয়োজনহীন বলে মনে করি। এতে যদি আপনি পুতিনকে পেছন থেকে প্রশংসা না করেন এবং তার কাজের বস্তুনিরপেক্ষ মুল্যায়ন করেন- তাহলে আপনি একজন রুশফোব।

কারন আমি পছন্দ করি না [মিখাইল কোভলোচুক] এবং [ গেন্নাদি তিমাচেঙ্কো]- এই প্রাক্তনরা বস্তুতপক্ষে ডাকাতি করেছে [গাজপ্রম থেকে], তারা পরে রাস্ট্রীয় মালিকানাধীন কোম্পানী [সিবনেফ্ট]এবং [রোজনেফ্ট] থেকে কয়েক বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে। যখন তিনি তাদের তেল ব্যবসায় জড়িত ছিলেন। এভাবে যদি আপনি কোন কোটিপতিকে সরাসরি চোর বলেন এবং শাসক গোষ্ঠীকে চোরের দল বলে উল্লেখ করেন- তাহলে আপনি একজন রুশফোব।

যদি আমি এই তথ্য পছন্দ না করি যে আমাদের দেশের অর্থনীতি, সম্পদ-ভিত্তিক অর্থনীতি, এবং সরকার সত্যিকারে এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে আগ্রহী নয় তাহলে সকল কিছুর ক্ষেত্রে আমি রুশফোব।

যদি আপনি ভাবেন যে রাস্ট্রের দায়িত্ব হচ্ছে রাশিয়ার শিশুদের জীবন বাচানো […] এবং শেয়ার বাজারে বিদেশী বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দুর না করা- তাহলে আপনি একজন রুশফোব।

ঠিক আছে, আমি একমত। এটা যদি বিষয় হয়, তাহলে বিষয়টি হলো এই যে অমি একজন রুশফোব, কারন এক্ষেত্রে রুশফোব এক মর্যাদাপুর্ন উপাধি।
আর আপনি তাহলে কে?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .