ভারতের ১৫তম লোকসভার মাসব্যাপী সাধারণ নির্বাচন শুরু হবে ১৬ই এপ্রিল থেকে আর বেশ জল্পনা কল্পনা চলছে যে ১৬ই মে ফলাফল ঘোষণায় কোন দল বা জোট বিজয়ী হবে।
এখানে নির্বাচন -পূর্ব ভবিষ্যৎবাণী আর এই নিয়ে ভারতীয় ব্লগে যে আলোচনা হচ্ছে তার এক নজরে একটা সারসংক্ষেপ দেয়া হলো।
দ্বিতীয় স্টার- নিলসেন জনমত হিসেবে কংগ্রেস জিতবে ১৫৫ আসন (ইউপিএ জোটের সাথে ২০৩) , আর বিজেপি জিতবে ১৪৭ আসন (১৯১ এনডিএ জোটের সাথে) (টাইমস অফ ইন্ডিয়া)।
ডেক্কান ক্রনিকালের অরুন নেহেরু ভবিষ্যৎবাণী করেছেন যে কংগ্রেস জিতবে ১৫৭ আসন (ইউপিএ সঙ্গীদের সাথে ১৯৩ আসন), যার সাথে তুলনা করা যায় বিজেপির ১৩২ আসন (এনডিএ সঙ্গীদের সাথে ১৭৭ আসন)।
দ্যা টাইমস অফ ইন্ডিয়া ভবিষ্যৎবাণী করছে যে কংগ্রেস জিতবে ১৫৪ আসন পেয়ে (ইউপিএ সঙ্গীদের সাথে ১৯৮ আসন) আর বিজেপি পাবে ১৩৫ আসন (এনডিএ সঙ্গীদের সাথে ১৭৬ আসন)।
দ্যা উইক অনুসারে, কংগ্রেস জিতবে ১৪৪ আসনে (ইউপিএ সঙ্গীদের সাথে ১৯৮ আসন) আর বিজেপিকে সন্তুষ্ট থাকতে হবে ১৪০ আসন নিয়ে (এনডিএ সঙ্গীদের সাথে ১৮৬ আসন)।
ইন্ডিয়া টুডে আশা করছে ইউপিএ জিতবে ১৯৬-২০৫ টা আসন, এনডিএর ১৭২-১৮১ আসনের অনেক বেশী।
রয়টার্স অনুসারে, কংগ্রেস ১৩৯ আসন নিয়ে সরকার গঠন করবে, বিজেপিকে পরাজিত করে, যারা মাত্র ১২৯টা আসনে জিতবে।
ডিএনএ ভবিষতবানী করেছে যে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ১৮৪টা আসন জিতবে বিজেপির নেতৃত্বের এনডিএর ১৭৭টা আসনের বিপক্ষে।
বিজনেস স্ট্যান্ডার্ড এর শ্রীকান্ত সাম্ব্রানি ভবিষ্যৎবাণী করেছেন যে বিজেপি সব থেকে বড় দল হিসাবে আবির্ভুত হবে ১৩৭টা আসন নিয়ে (১৮৪টা আসন এনডিএ সঙ্গীদের সাথে), কংগ্রেসের থেকে এগিয়ে যারা ১১৯টা আসন জিতবে (১৭৬টা আসন ইউপিএ সঙ্গীদের সাথে যার মধ্যে থাকবে এলজেপি/আরজেডি)।
ইন্ডিয়া টিভিও ভবিষ্যৎবাণী করছে যে বিজেপি সব থেকে বড় দল হিসাবে আবির্ভুত হবে ১৪৪টা আসন নিয়ে (১৮৭টা আসন এনডিএ সঙ্গীদের সাথে) কংগ্রেস থেকে এগিয়ে যারা পাবে ১৩৩টা আসন (১৭৮ ইউপিএ সঙ্গীদের সাথে)।
জি ভি এল নারাসিমা রাও পরিচালিত বিজেপির নিজস্ব সার্ভে অনুসারে বিজেপি ১৬০টি আসন জিতবে (২১৭ টা এনডিএ সঙ্গীদের সাথে) কংগ্রেসের ১৩৫টা আসনের তুলোনায় (১৮০ ইউপিএ সঙ্গীদের সাথে) (টিওআই এর মাধ্যমে)।
ইউপিএর সংখ্যা সাম্প্রতিক ভবিষ্যৎবাণীতে কমে আসছে যেহেতু বিশ্লেষকরা লালু প্রসাদের আরজেডির, রাম ভিলাস পাসোয়ানের এলজেপি বা মুলায়াম সিং এর এসপি দলের সংখ্যা গুনছে না জোটের অংশ হিসাবে।
গত মার্চে স্টার- নিলসেন জনমত ভবিষ্যৎবানী করেছিল যে কংগ্রেস জিতবে ১৪৪টা আসনে (২৫৭ আসন ইউপিএ সঙ্গী যার মধ্যে ৪৭টা এসপি/আরজেপি/এলজেপি), যার তুলনায় বিজেপির ১৩৭টা আসন (১৮৪ এনডিএ সঙ্গীদের সাথে) (রয়টারের মাধ্যমে)।
সিএনএন -আইবিএন জনমত ভবিষ্যৎবাণী করেছিল যে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ২১৫-২৩৫টা আসনে জিতবে (যার মধ্যে থাকবে এসপি/আরজেপি/এলজেপি) যার তুলনায় বিজেপির নেতৃত্বে এনডিএ পাবে ১৬৫-১৮৫টা আসন (রয়টারের মাধ্যমে)।
২০০৪ এ ইউপিএ ২৩৪ টা আসন জিতেছিল (কংগ্রেসের জন্য ১৪৫টা আসন) আর এনডিএ জিতেছিল ১৮৪টা আসন (১৩৮টা আসন বিজেপির)।
সন্দ্বীপ দুগালের লেখা দ্যা আউটলুক ব্লগ আসলে বেরিয়ে এসেছে আমার একমাত্র কাজের সূত্র হিসাবে সংবাদ আর মতামত ভারতের লোকসভা নির্বাচনের উপরে। এটা একটা বড় উদাহরণ একটা গতানুগতিক সংবাদ সংস্থা অন্যদের সাথে লিঙ্ক করে কি মূল্য বৃদ্ধি করতে পারে তার।
বেশ কয়েকজন ভারতীয় ব্লগাররাও তাদের নিজেদের ভবিষ্যৎবাণী দিচ্ছেন।
অফস্টাম্পড এর বিজয়, যা একটি অতি বিজেপি পন্থী ব্লগ, ভবিষ্যৎবাণী করেছে যে বিজেপি ১৮৪টা আসন জিতবে ইউপিএ এর ১০৮টার তুলনায়।
ব্লগার অরভিন্দ কাটোচ ভবিষ্যৎবাণী করেছেন যে ইউপিএ ২৩০-২৪০ টা আসন জিতবে আর এনডিএ ১৮০-২০০ টা আসন জিতবে।
প্রমিস অফ রিজন ও রাষ্ট্র ভিত্তিক নির্বাচনের আগের বেশ কিছু ভবিষ্যৎবাণী করছে ভারতের নির্বাচনের উপরে।
রাজেশ জৈন, যিনি বিজেপির বন্ধু দলের অংশ, তার মুল্যায়ন জানাচ্ছেন যে নির্বাচনের ফলাফল কেমন হতে পারে আর তিনি বিশ্বাস করেন যে দুই বছরের মধ্যে আমরা আর একটা নির্বাচন দেখবো।
মনে হচ্ছে যে একমত হলো যে কংগ্রেস বড় দল হিসাবে আবির্ভুত হবে ১৫০-১৬০টা আসন নিয়ে, আর বিজেপি ১৩০-১৪০টা আসন জিতবে। যে কোন অবস্থাতে, বিজেপির সাথে কম দল সংঘবদ্ধ হবে, আর তাদের ১৭৫+ আসন লাগবে সংখ্যগরিষ্ঠ জোট তৈরির জন্য,তাই আমরা নিরাপদে ধারণা করতে পারি যে কংগ্রেস জোট সরকারের অংশ হবে। বেশীরভাগ পর্যবেক্ষকরা ভবিষ্যৎবাণী করছেন যে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ-বাম পন্থী জোট সরকার গঠন করবে।