মেক্সিকো: সরকারের অপব্যায়ের সমালোচনা করা

মেক্সিকোর ফেডারেল সরকার সম্প্রতি তাদের খরচ আর বাজেটের তথ্য আপডেট করেছে তাদের (ট্রান্সপ্যারেন্সী) স্বচ্ছতার ওয়েবসাইটে যার নাম সরকারী স্বচ্ছতা আর সরকারী তথ্যে প্রবেশাধিকার পোর্টাল। দেশের অনেক সরকারী সংস্থার অনেক কাজের তথ্য এখানে আছে তারা কি পরিমানে অর্থ ব্যয় করেছে তা সহ, সাথে সংশ্লিষ্ট ডাটা। এই সরকারী তথ্য ব্যবহার করে অনেক ব্লগার প্রশ্ন সম্বলিত বিনোদনমূলক কাজে কিছু খরচ নির্দিষ্ট করেছেন যা করদাতাদের কষ্টের টাকা দ্বারা পরিশোধিত।

পেসোর ছবি এডউইন গুইয়েরার সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্সের আওতায় ব্যবহৃত

ছবি এডউইন গুইয়েরার সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্সের আওতায় ব্যবহৃত

টলার দে মুসিকা পোপুলার এল কান্তারো ব্লগে “তারা কিসে আমাদের করের অর্থ ব্যায় করছে?” এই পোস্টে ১০টি অদ্ভুত ব্যয় বেছে নিয়ে তুলে ধরেছে তাদের সংশ্লিষ্ট লিংকসহ। যেমন রেভিনিউ আর পাবলিক ক্রেডিট সচিবালয় একটি ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানে (স্প্যানিশ ভাষায়) ৩১৫,০০০ পেসো (প্রায় ২১,০০০ ডলার) খরচ করেছে আতায়দে ভাইদের সার্কাস কে ডেকে ।

মেক্সিকান ব্লগস্ফিয়ারে এই প্রতিবেদন বেশ জনপ্রিয় হয়েছে আর অন্যান্য সাইটে পুন:প্রকাশের জন্য বাছাই করা হয় যেখানে বেশী দর্শক আছে। উদাহরণস্বরুপ, এই প্রতিবেদন গ্রুপ ব্লগ হাজমে এল চিঙ্গাদো ফেভারে পোস্ট করা হয় যেখানে এটি প্রায় ২০০টা মন্তব্য পেয়েছে। ব্যবহারকারী এমএমএম (#৩৯) পোস্টের উপরে মন্তব্য করেছেন:

se supone que el portal de transparencia es precisamente para que se vea en que se gasta la lana, pero no dice que se debe hacer si estas inconforme osea que nomas nos aguantamos? porque no creo que los legisladores esten atentos a que comentamos para cambiarlo porque no nos gusta

এটা ধারণা করা হচ্ছে যে স্বচ্ছতার পোর্টাল ব্যবহার করা হবে দেখার জন্য যে অর্থ কোথায় ব্যয় করা হচ্ছে, কিন্তু এখানে বলা নেই যে এই ব্যয়ের সাথে আপনি একমত না হলে কি করতে হবে। কিন্তু তার পরিবর্তে আমাদেরকে এটা সহ্য করতে হবে? আমার মনে হয়না আইন প্রণেতারা জানেন যে আমরা বলছি এটা পরিবর্তনের জন্য যেহেতু এটা আমরা পছন্দ করছি না।

প্রকাশিত তালিকায়, হাজমে ব্লগের অন্যরা অন্যান্য ব্যায় খুঁজে যাচ্ছেন স্বচ্ছতার তালিকায় (মন্তব্য #১০২), যেমন সরকারী মালিকানাধীন মেক্সিকান ব্যাঙ্ক কর্তৃক একটি:

Que poca madre!, si solo me llevó unos minutos en el sitio para encontrar más pendejadas de mismo tipo, ejemplo: “ADQUISICION DE QUESO HOLANDES TIPO “BABY EDAM”, PARA INTEGRARLO A LA CANASTA NAVIDEÑA DE BANCOMEXT.” $151,200.00

Hay cosas que el dinero no puede comprar… para todo lo demás está.. Bancomext.

লজ্জাহীন! সাইটে মাত্র কয়েক মিনিট থাকলেই অনেক অদ্ভুত জিনিষ দেখা যায়, উদাহরনস্বরুপ: ”ব্যাঙ্কোমেক্সেট এর ক্রিসমাস ঝুড়ির জন্য ডাচ ‘বেবি ড্রিম’ পনির ক্রয় করা ” ৳১৫১,২০০ (পেসো)।

কিছু জিনিষ আছে যা টাকা কিনতে পারে না… বাকি সব কিছুর জন্য আছে ব্যাঙ্কোমেক্সেট।

আর একটা ওয়েব প্রচারণা সামাজিক মিডিয়া টুলস আর টুইটার ব্যবহার করছে সরকারী অপব্যায়মূলক খরচের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য। গাস্টো ইনুটিল ব্লগ (বেদরকারী খরচ) সরকারের ভিতরে প্রশ্নসম্বলিত খরচের উদাহরণ সংগ্রহ করছে। এর টুইটার আকাউন্ট @গাস্টোইন্টুইল অন্যান্য মেক্সিকান নাগরিকের সাথে তথ্য আদান প্রদান করে কিছু নমুনা খুঁজে পাওয়ার জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .