সাদা কালো ব্লগ বিডিআর এর সশস্ত্র বিদ্রোহের পেছনের কারন খোঁজার চেষ্টা করেছে। আর্মী অফিসারদের উপর বিডিআর সেনাদের নৃশংস হত্যাযজ্ঞের ব্যাপারটি আজ উন্মোচিত হয়ে যাবার পর এই ব্লগার গোয়েন্দাদের ব্যর্থতা আর বিদ্রোহীদের দাবী দাওয়া মেটানোর প্রক্রিয়াতে সমস্যার কথাও আলোচনা করেন।