আমেরিকানরা ভোট দিচ্ছে আর দুনিয়া আলোচনা করছে

রাজনৈতিক সংবাদে আসক্তরা শুনুন! গ্লোবাল ভয়েসেস এর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ওয়েবলগ ‘ভয়েসেস উইদাউট ভোটস‘ দিন রাত ২৪ ঘন্টা লাগাতার কাজ করে চলেছে আপনাদেরকে দুনিয়ার মতামত সম্পর্কে সর্বশেষ খবর দেয়ার জন্য।

আজকে, আমেরিকানর নির্বাচনের দিনে, আফ্রিকান ব্লগাররা ওবামার সাথে একাত্মতা প্রকাশ করেছে, একজন ভেনিজুয়েলান ব্লগার একজন কৃষ্ণাঙ্গের এই নির্বাচনে জেতার অসম্ভবতা সম্পর্কে কবিতা লিখেছে, আর প্যারিসে ব্লগাররা প্রচুর পার্টির আয়োজন করছে।

ভয়েসেস উইদাউট ভোটস সাইটে হোয়া কোয়াচ এশিয়ান ব্লগারদের উদ্ধৃতি দিয়েছেন যারা আসছে নির্বাচন সম্পর্কে তাদের চিন্তার কথা জানিয়েছে টাইম জোনের ভিন্নতার জন্যে রাতে ঘুমাতে যাওয়ার আগে (যেখানে আমেরিকাতে ভোট চলছে):

ইন্দোনেশিয়াতে মামান লিখেছিল যে তার একটা ‘উদ্বেগ অনুভূতি’ হচ্ছে। আর যদিও পোলের সাথে তার আশার মিল হলেও (ওবামার বিজয়ের), সে প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকান পার্টির বিজয়ের:

“আমেরিকার নিবাচন নিয়ে আমার মধ্যে একটা অদ্ভুত ভাবনা হচ্ছে, একটা অদ্ভুত অনুভুতি যা আমি বোঝাতে পারছি না। পোলের নিরীক্ষা অবশ্যই আমার পক্ষে যায়, ওবামা জিতবে। কিন্তু আমি বিশ্বাস করি যে চুড়ান্ত ফলাফলে জাতিগত বিষয়টা একটা ভুমিকা রাখবে। আমি নিজেকে যদি রিপাবলিকানরা এই নির্বাচনে জেতে এই বাস্তবতা দিয়ে নিজেকে ভয় পাওয়ানোর চেষ্টা করছি, আমার শুধু পেটে এটা একটা বড় আঘাত হবে, নিজের জন্যে না বরং বেশীরভাগ সাধারন আমেরিকানের জন্য।”

দক্ষিণ কোরিয়াতে, প্রবাসী জেন লিখেছে যে সে ‘দুশ্চিন্তা আর স্নায়ুদৌর্বল্যে’ ভুগলেও ফলাফল জানার জন্য উত্তেজিত:

“প্রায় পুরো প্রচারণার সময়ে আমি খুব ঠান্ডা ছিলাম। অন্তত ওবামার জেতার যখন আলোচনা হতো, কারন আমি বিশ্বাস করি সে জিতবে। কালকে এই সময়ের মধ্যে আমরা জানতে পারবো।”

সাম্প্রতিক সময়ের বিশ্বের সব থেকে উত্তেজক নির্বাচনের বিজয়ী ওবং তার সম্পর্কে প্রতিক্রিয়া জানার জন্য ভয়েসস উইদাউট ভোটস এ আসতে ভুলবেন না …
Voices without votes

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .