এম্পিভট হচ্ছে পরিবেশসংক্রান্ত মাল্টিমিডিয়ার একটি অনলাইন এগ্রেগেটর। এর ট্যাগ লাইন বলে এটি ‘পরিবেশ সংক্রান্ত ভিডিওর জন্য একটি অনলাইন নেটওয়ার্ক'। সদস্যরা ভিডিও আপলোড করতে পারে, ‘রিনিউয়েবল এনার্জী বিজনেস ওয়াচ’ ধরনের চ্যানেল দেখতে পারেন, ইয়াস্টারমোরো- ডিজাইন/নির্মাণ স্কুল, পরিবেশ টিভিসহ অনান্য চ্যানেলের উপর চোখ বুলাতে পারেন।
ব্রাইটার প্লানেট চ্যানেলে পোস্ট করা হয়েছিল একটি আকর্ষণীয় ভিডিও যেখানে পপসঙ্গীত শিল্পী রিহান্নার ‘শাট আপ এন্ড ড্রাইভ‘ ভিডিওর জলবায়ু সংস্ক্রান্ত বিশ্লেষণ করা হয়েছে। এটা ভিএইচ১ চ্যানেলের পপ আপ ভিডিও (গানের সাথে এর চিত্রায়ন ইত্যাদি সম্পর্কে ভেতরের তথ্য দেয়া) এর আদলে করা হয়েছে , যেখানে ইতস্তবিক্ষিপ্ত গাড়ী নিয়ে তথ্য, কার্বন ডাই অক্সাইডের নির্গমন, জ্বালানীর দক্ষতা আর আমেরিকায় গাড়ীর ব্যবহার এর কথা আছে। ভিডিওটি নীচে দেখুন।