আনক্লা২ হচ্ছে একটা শিক্ষামূলক সমবায় যা ভেনিজুয়েলার নানা সমাজের ভিতর থেকে বাচ্চাদের আলোকচিত্র, প্রযুক্তি আর মিডিয়া সম্পর্কে শিক্ষা প্রদানে নিবেদিত। এই প্রতিষ্ঠান অনুসারে বাচ্চারা যখন আলোকচিত্রের মাধ্যমে কোন কিছুর ছবি দেখে তাদের ভিতরের সত্ত্বাকে আবিষ্কার করার একটা উপায় হিসেবে একে আবিস্কার করে আর তাদের শরীর ও অন্তরকে বুঝতে সাহায্য করে। আনক্লা২ কে ধন্যবাদ কারন তাদের জন্যে ভেনিজুয়েলার অনেক ছোট আর গরীব সমাজের বাচ্চারা আবিষ্কার করেছে তাদের পরিবেশকে নতুনভাবে দেখার আর মূল্যায়ন করার উপায়। আর একই সময়ে, নতুন ধরনের দক্ষতা শিখেছে যা তাদেরকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও সাহায্য করবে।
এই আলোকচিত্র কর্মশালার ফলে অপূর্ব কিছু গ্যালারী তৈরি হয়েছে বাচ্চাদের দ্বারা, আর এখন অনেকেই এই কাজ সম্পর্কে সরাসরি জানতে পাবে কারন বাচ্চারা ব্লগও করে যেখানে তাদের সমাজের জীবন প্রতিফলিত হয়। এইসব ব্লগ ৯-১৫ বছরের বাচ্চাদের দারা রচিত, যেমন মেরিদা প্রদেশের কমিউনিটি অফ লা মুচুই এর ব্লগ সরাসরি বাচ্চাদের কাছ থেকে ‘সাংবাদিকের দৃষ্টিকোণ’ প্রকাশ করে ।
এইরকম ব্লগের দুটো উদাহরণ এল গুয়ারাতারো প্রেগান্তন আর রিপোর্তেরোস দেল ২৩ (উভয়ই স্প্যানিশ ভাষায়)। এ ব্লগদুটো কারাকাস শহরের সব থেকে গরীব আর সহিংস এলাকার বাচ্চাদের দ্বারা তৈরি। তাদের মূল লক্ষ্য হল দুটি সমাজের দৈনিক জীবনযাপন সম্পর্কে জানানো ছাড়াও আসলে কিরকম সহিংসতা এই দুই সমাজে আছে তা দেখানো।
এখানে রিপোর্তিরোস দেল ২৩ এর শেষের একটা পোস্টের উদাহরণ:
Benjamin estaba tomando fotografías en la subida que lleva al sector llamado “La Planada”. Una señoa en la puerta de su casa no dejaba de mirarlo, curiosa e integrada. El se percato y con gran gesto de agrado comenzó a mostrarle las fotografías que había tomado.
পরিচিতি হিসাবে এল গুয়ারাতারো প্রেগান্তন নিজেদেরকে ব্যাখ্যা করেছে:
Nosotros nacimos y vivimos en El Guarataro, el barrio más famoso de Caracas y de toda Venezuela. Es un barrio lleno de vida y de sueños, que también sufre por la violencia y por los problemas que nunca faltan. El Guarataro es famoso por algo muy bueno: aquí nació el poeta Aquiles Nazoa. Si en El Guarataro todo fuera como Aquiles Nazoa escribía y quería, viviríamos de maravilla. Eso no ha sido posible, pero nosotros hemos creado un periódico que se llama El Guarataro Preguntón, después de hacer un taller de fotografía y redacción con la Cooperativa Ancla 2 (con los que aprendimos a tomar) fotografias y a elaborar un periódico, que le hablará al país de cómo somos, de cómo vivimos, de qué cosas queremos cambiar y cada vez que nos lean y nos vean, van a tener que respondernos porque vamos a preguntar de todo.
‘ভয়েসেস’ নামে এই প্রামান্যচিত্রে (ভিডিও.মুভ ফরম্যাটে), মেরিডার বাচ্চাদের সাথে করা কাজের কিছু অংশ দেখা যাবে।
সব ছবি ব্যবহার করা হয়েছে আনক্লা২ এর অনুমতি নিয়ে।
Podcast: Play in new window | Download