ইজরায়েলের ক্ষমতাসীন দলের নেতা জিপি লিভনী শাসকদলীয় জোট গঠনের চেষ্টা পরিত্যাগ করেছেন। গতমাসে ক্ষমতাসীন কাদিমা দলের প্রধানের পদ থেকে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে হটিয়ে অভিষিক্ত হবার পরে একটা সরকার ধরে রাখার জন্য সচেস্ট ছিলেন। রাষ্ট্রপতি সিমন পেরেজের সাথে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে লিভনি বলেছিলেন তিনি ধর্মভিত্তিক দল শাস এর এমন দাবীর সাথে একমত হবেন না যা তার ভাষায় রাজনৈতিক ব্লাকমেইলের মতই।
লিরন তামাম লিখেছেনঃ
সমাঝোতা বন্ধ করতে লিভনির সিদ্ধান্ত এবং সাধারণ নির্বাচন অভিমূখী যাত্রাকে আবশ্যক মনে হয়। যদি তিনি একটা জোট তৈরী করতে সফলও হতেন তারপরেও তা খুব সহজভাবে হুমকীগ্রস্থ এবং অগনিত সঙ্কটের মোক্ষম ক্ষেত্র হয়ে পড়তো। এসব থেকে লিভনী আমাদের বাঁচিয়েছেন।
তাহলে এখন কি? স্থানীয় নির্বাচন শেষ করতে হবে এবং এরপরে সোজা জাতিয় নির্বাচনের দিকে যাত্রা করবো। আকাশ থেকে নানাবিধ ক্যাম্পেইন এই শীতের আদ্র জমিনে আমাদের উপরে পতিত হবে এবং প্রতিশ্রুতিতে ডুবিয়ে দেবে। লিকুদের জন্য বলা হয় এটা সবচেয়ে সহজ নির্বাচন হবে। তাদের যা করা দরকার তা হচ্ছে কাদিমার কাজগুলো তুলে ধরাঃ দ্বিতীয় লেবানন যুদ্ধ, দুর্নীতি, গিলাদ শালিত, বৈধ পদ্ধতির ধ্বংস, ওলমার্ট-২ হিসাবে লিভনীকে হাজির করা এবং জেরুজালেমের বিভক্তি। অন্যদিকে কাদিমা সবাইকে বলবে বিবি আমাদের সবাইকে একটা জিনিস ভুলে থাকতে দিতে চায় – তা হলো অর্থনীতি। কাদিমা অবশ্যই আমাদের মনে করিয়ে দেয় যে তারা অধিকৃত অঞ্চলকে ফিরিয়ে দেয়ার বেশীরভাগ ইজারেলীদের দাবীকে সমর্থন দেয়। লেবার পার্টি? যদি তাদের এখনও কিছু বাকী থাকে তবে তারা তুলে ধরবে যে এহুদ বারাক হচ্ছেন সবচেয়ে সেরা প্রতিরক্ষামন্ত্রী। কে জানে, হয়তো সে কেবলমাত্র তাই লক্ষ্য স্থির করেছে এবং এর বেশী কিছু নয়। লেবার পার্টি কি এহুদ বারাককে বহিষ্কার করবে? কাদিমার কত দিন লাগবে তাদের নিজেদের ধ্বংস সম্পন্ন করার জন্য? হায়েম ওরন কি শেষপর্যন্ত মেরেটজকে উদ্বুদ্ধু করতে সমর্থ হবে?
সপ্তাহের প্রথম দিকে লিভনির হাতে দুটো পথ খোলা ছিলঃ ১, শাসের অনুরোধের কাছে নতি স্বীকার করে একটা দুর্বল সরকারের প্রধানমন্ত্রী হওয়া, অথবা ২, সংখ্যালঘুদের জোট গঠন যা হয়তো কয়েকমাস স্থায়ী হতে পারতো। জেরুজালেম ভাগাভাগি নিয়ে কোন সমাঝোতা নয় এই দাবীর সাথে একমত হতে জিপি লিভনীর অস্বীকৃতি শাস এর সাথে অনৈক্যের প্রধান কারণ।
টিভি চ্যানেল-১ কে প্রদত্ত এক সাক্ষাৎকারে ন্যাশেট সদস্য আরিয়েল আতিয়াস (শাসের) উল্লেখ করেন যে জিপি লিভনী ১ বিলিয়ন শিকুয়েল বরাদ্দ প্রদানে শাস এর অনুরোধের সাথে একমত হয়েছিলেন এই শর্তে যে এর মধ্যে ৬০০ মিলিয়ন দেয়া হবে যাদের সন্তান বেশী তাদের এবং বাকী অর্থ যাবে শাস এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
কয়েকঘন্টা পরে শাস এর চেয়্যারম্যান ইলি ঈশাই নজিরবিহীন আক্রমন করেছেন কাদিমা দলের সমাঝোতায় নিয়োজিত টিমের প্রতিঃ
“প্রতারক, বর্ণবাদী এবং উগ্রবাদী এক দঙ্গল লোক বর্ণবাদী শয়তানদের এনেছে” চাঁদাবাজির দায়ে শাসদের অভিযুক্ত করলে কাদিমা দলের লোকজনদের ঈশাই এভাবে আক্রমণ করেন। তিনি দাবী করেন এটা খুবই আশ্চর্যজনক “জোটে ঐক্যমত হবার জন্য লেবার পার্টি ১.৫ বিলিয়ন শেকুয়েল পেলেও তারা চাঁদাবাজির দায়ে অভিযুক্ত হয় নাই…।”
বর্তমানে নির্বাচন নির্ধারণ করা হয়েছে ১০ই ফেব্রুয়ারী। যথাসাধ্য চেষ্টা করবো গ্লোবাল ভয়েসে সমস্ত সংগঠিত ঘটনার নানাবিধ দিক তুলে ধরতে।