প্যারাগুয়ে: পিস কর্পস ব্লগাররা নুতন ভুখন্ডে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানাচ্ছে

প্যারাগুয়ের ব্লগপরিসর বেড়ে চলেছে এবং প্রতিদিন অনেক স্থানীয় এবং দক্ষ ব্যক্তি চারপাশের বিশ্ব সম্পর্কে তাদের ধ্যান ধারনা নিয়ে তাদের ব্লগে লিখছেন। তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করতে এবং তাদের জীবনধারনের বিশেষ মুহূর্তগুলো সম্পর্কে মতামত বিশ্বকে জানাতে বেশী ইচ্ছুক। যুক্তরাষ্ট্রভিত্তিক পিস র্ক্পস (শান্তি বাহিনী) স্বেচ্ছাসেবক, যারা প্যারাগুয়েতে কাজ করছে তারাও এই দলের বাইরে নয় এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গী তাদের ব্লগে প্রকাশ করেছে।

ক্যারেন তার ব্লগ ক্যারেন ইন প্যারাগুয়েতে প্যারাগুয়ের একটি বাসে চড়ার উচ্ছাস সম্পর্কে বলেন:

প্যারাগুয়েতে বাসে চড়া খুবই উৎফুল্লজনক, সে কারনে আমি খুবই হতাশ যে আমি এখনও এখানে তা বলিনি। প্রথমত:, বাসগুলোর সবই ব্যক্তিমালিকানাধীন কোম্পানীর যাদের উদ্ভব বাসগুলোর গন্তব্যর শহরে। উদাহরণ স্বরূপ, গুয়ার‌্যাম্বার নিজস্ব বাস আছে, প্রতিটি বাসের রং আলাদা এবং সেগুলোর বেশীর ভাগেরই উইন্ডশিল্ড ও পেছনের জানালায় যীশূর স্টিকার লাগানো আছে।

মার্ক ইন প্যারাগুয়ে বলেন যে তিনি ৪ মাস ধরে এ দেশে আছেন এবং যখন তিনি প্রথম এসেছিলেন তখন প্যারাগুয়ে সম্পর্কে তার অনেক প্রত্যাশা ছিল:

যখন আমি এবং আমার দল প্রথম প্যারাগুয়েতে আসি এখানে থেকে প্যারাগুয়ে সম্পর্কে জানার জন্য তখন আমরা খুবই উৎফুল্ল ছিলাম। এই উৎফুল্লতার সাথে সাথে আমাদের সকলের কাজ ছিল, তা হলো যাদের সাথে আমরা সামনের ২ বছর কাটাবো সেই অন্য আমেরিকানদের সম্পর্কে জানা। যদিও আমি কাজ বলছি, কিন্তু পরবর্তীকালে সেটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশী সহজ এবং আনন্দদায়ক হয়ে ওঠে।

প্যালিটা তার ব্লগ রিয়েল ওয়ার্ল্ড: প্যারাগুয়ে তে প্যারাগুয়েতে তার দৈনিক অভিজ্ঞতা এবং তার পেছনের জীবনের সাথে সংস্কৃতির পার্থক্য সম্বন্ধে উল্লেখ করেন:

সকলে বসার পূর্বেই আহার গ্রহণ, টেবিলে থেকেই সালাদের পাত্র হতে সরাসরি খাওয়া, টেবিলক্লথ দিয়ে মুখ মোছা এখানে স্বাভাবিক। যেভাবে এইসব আচরণ কে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে অভদ্রতা বিবেচনা করি, প্যারাগুয়েবাসীরা তাদের দৃষ্টিকোণ থেকে সেভাবে আমাদেরকে অভদ্র মনে করে। এখানে নিমন্ত্রণে সহজাত না বলা অভদ্রতা। রাস্তায় যাদের সাথে দেখা হয় তাদের সকলকে সম্ভাষণ না করা অভদ্রতা। গ্লাস ভাগাভাগি না করাও অভদ্রতা।

একজন কর্প এক্সটেনশন পিস কর্প স্বেচ্ছাসেবক হিসেবে এরিন এবং তার ব্লগ গেটওয়ে টু প্যারাগুয়ে তে তার পুরো অভিজ্ঞতা এবং পছন্দের ব্যাপারগুলো সম্বন্ধে বলেন:

এখন খাদ্যের জন্য! বেশীর ভাগ ক্ষেত্রেই আমি খুশি হতে পারিনা। খাদ্যে থাকে প্রচুর পরিমাণে নিরামিষ, সানদিয়া (তরমুজ), আম, এবং অবশ্যই…মানডিওকা! একমাত্র যে জিনিস সবকিছুতে আছে তা হলো প্রচুর তেলের ব্যবহার ও ভাজাপোড়া। আশা করি আমি হয়তো অন্যধরনের বেকিং পদ্ধতি বা আরও কিছু প্রয়োগ করতে পারব পুষ্টি সামান্য বৃদ্ধিতে সাহায্য করার জন্য। আমি আরও আশা করি নুতন রেসিপি প্রচলন করতে (যদি মনে কর কারও কাছে ভাল রেসিপি আছে তবে তা এখানে ভাল কাজ করবে যেমন, আগুনের উপর রান্না, অনুগ্রহ করে আমাকে জানিয়ে দাও)। যখন জনগণের সক্ষমতা তাকে তখন তারা প্রচুর পরিমাণে মাংস খায় এবং আমি যে শাকসব্জি পছন্দ করি সেটা বোঝানো কিঞ্চিৎ কঠিন কাজ হয়ে ওঠে । যদিও অন্যএকদিন আমি ব্লাড সসেজ খেতে চেষ্টা করেছিলাম এবং আমি এখনও ভেজিটেবলই পছন্দ করি কিন্তু অবশেষে আমি এটাই গ্রহণের চেষ্টা করেছিলাম!

প্যারাগুয়ের পিস কর্পস স্বেচ্ছাসেবকদের কয়েকজনের অভিজ্ঞতার উদাহরণই মাত্র এসব, বর্তমানে সক্রিয় অন্যান্য ব্লগাররা হলো: দ্যা পাই ক্রনিক্যালস: মাই টু ইয়ারস ইন পিস কর্পস, লারাস প্যারাগুয়ে অ্যাডভেনচার, জাহাকাটু আ প্যারাগুয়ে, পিস কর্পস ’০৮-’০৯, এবং বিকামিং আমেরিকান

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .