ভেনেজুয়েলা: এন্টোনিও লরো এবং তার ক্লাসিকাল গীটার

Lauro‘সংস্কৃতি কিভাবে একজন মানুষের সত্বার অন্তর্গত অংশ হতে পারে’ এর এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবেই এন্টোনিও লরোর ৯১তম জন্মদিনে তাকে সবাই স্মরণ করছে। সিউদাদ বলিভারে জন্ম নেয়া একজন খুবই মেধাসম্পন্ন কম্পোজার হিসেবে লরো গীটারে বাজানোর জন্যে ওয়ালজ এবং অন্যান্য সুর রচনা করেছেন। তার এই সুরগুলো বাজিয়েছেন বহু দেশী ও বিদেশী গীটারশিল্পীরা। এছাড়াও ট্রিও কান্তোরেস ডেল ট্রপিকো সঙ্গীতদল এর অংশ হিসেবে লরো ভেনেজুয়েলার সঙ্গীত ভুবনে বহু অবদান রাখতে সক্ষম হয়েছেন। তার বৈশিষ্ট ছিল যে তিনি ইউরোপের মূল সঙ্গীতের কাঠামোকে ভেনেজুয়েলার ঐতিহ্যগত সঙ্গীতে মিশ্রন করিয়েছেন। ভেনেজুয়েলার সঙ্গীতকে ছড়িয়ে দেবার জন্যে তিনি পার্শ্ববর্তী দেশগুলোতে বহুবার ভ্রমণ করেছেন।

কয়েকজন ভেনেজুয়েলান ব্লগার যেমন লাস কোসাস দো রোজা ব্লগ (স্প্যানিশ ভাষায়) এর রোজা লরোকে স্মরণ করছেন এবং এই সঙ্গীতজ্ঞ সম্পর্কে একটি লেখায় (লিন্ক, বাজনা এবং ছবি সহ) বলেছেন যে:

Antonio Lauro es considerado como uno de los principales maestros latinoamericanos de la guitarra, contribuyendo además a ampliar de manera definitiva el repertorio universal de ese instrumento.

এন্টোনিও লরো ল্যাটিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ গীটারশিল্পী এবং এই সঙ্গীতযন্ত্রের আন্তর্জাতিক মানকেও সমৃদ্ধ করেছেন।

এডুয়ার্ডো কাসানোভা তার ব্লগ লিটারানোভাতে লিখেছেন:

Fue mi profesor de música en el Colegio Santiago de León de Caracas, en donde organizó un pequeño coro, tal como lo había hecho en muchos colegios, con lo que fue el verdadero creador del movimiento coral venezolano, que tantos éxitos ha logrado. Con muchísimo orgullo oí varias de sus obras en emisoras radiales europeas, mientras viví en Europa, porque el Profesor Lauro es el músico venezolano, y hasta latinoamericano, más conocido en el mundo.

তিনি আমার স্কুলের সঙ্গীত শিক্ষক ছিলেন, যেখানে তিনি একটি ছোট্ট সঙ্গীতদল তৈরী করেছিলেন, যেমনটি তিনি বহু স্কুলে করেছেন। তার এই প্রবণতা তাকে ভেনেজুয়েলার সফল সঙ্গীত আন্দোলনের অন্যতম রুপকার হিসেবে দাড় করিয়েছে। গর্বের সাথে জানাচ্ছি যে আমার সুযোগ হয়েছে ইউরোপের নামকরা রেডিও স্টেশনগুলোতে তার বাজানো সঙ্গীত শোনা। অধ্যাপক লরো ভেনেজুয়েলার, এমনকি ল্যাটিন আমেরিকার সবচেয়ে খ্যাতিসম্পন্ন কম্পোজার।

“নাটালিয়া” হচ্ছে ভেনেজুয়েলার আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি উদাহরণ। লরো তার একমাত্র মেয়ের জন্যে এটি রচনা করেছিলেন। বর্তমানকালে এর সূক্ষ্ণ সৌন্দর্যের জন্যেই লোক এটি শুধু পছন্দ করে না, নবীন গীটারশিল্পীদের জন্যে এটি একটি কষ্টসাধ্য বাজনাও বটে (যা এই ভিডিওর নীচে মন্তব্য পড়ে বোঝা যাবে)।

টান টোচে একটি মজার ভিডিও পোস্ট করেছে যেখানে নামী শিল্পীরা “নাটালিয়া” বাজানোর চেষ্টা করছেন।

এই ভিডিওতে লোরো তার পৌত্রী মারিয়া ক্রিস্টিনার জন্যে একটি বিশেষ গীটারে ঘুমপাড়ানী গানের সুর তুলছেন:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .