ভিডিও সাংবাদিকদের ইউ টিউব প্রতিযোগীতায় অংশগ্রহণের আহ্বান

ইউ টিউবের সিটিজেন নিউজ চ্যানেল সবাইকে নাগরিক সাংবাদিকতার এক প্রতিযোগীতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। তারা এ লক্ষ্যে ইংরেজী ভাষার তিন মিনিটের কম দৈর্ঘের ভিডিও জমা নেবে। এর বিষয় হবে আপনার সমাজের এমন কোন লোককে পরিচয় করিয়ে দেয়া যার সম্বন্ধে পৃথিবীর সবার জানা উচিৎ বলে আপনি মনে করেন। এই প্রতিযোগীতার পুরস্কার এবং অন্যান্য তথ্যাবলী আগামী সেপ্টেম্বরে জানানো হবে। নীচে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো ভিডিওটি দেয়া হল:

যে সব সমাজের মাতৃভাষা ইংরেজী নয় তাদের জন্যে একটি সহায়ক তথ্য, ইংরেজীতে ডাবিং করে অথবা সাব-টাইটেল দিয়ে (ডটসাব সাবটাইটেলের জন্যে একটি ভাল প্রযুক্তি) প্রতিযোগীতায় অংশ নেয়া যাবে। চলুন অপেক্ষা করি এর শর্তাবলী আর বিভিন্ন নির্দেশিকার জন্যে। তবে ঐ ভিডিওর মন্তব্য অংশে ব্যাখ্যা করা আছে যে ১৩ বছরের বেশী বয়সী যে কেউ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .