চীনের মারাত্নক ভূমিকম্পের এক সপ্তাহ পরে নিহত প্রায় ৫৬,০০০ জন এবং ৮.০ মাত্রার ভূকম্পে পরিবেশগত অন্যান্য ক্ষতির পরিমাণ ধীরে ধীরে পরিস্কার হচ্ছে। এই লেখায় আমরা ভূমিকম্পের ফলে নানা পশুপাখি এবং প্রাণীদের দুর্গতি এবং পরিবেশ বিপর্যয় নিয়ে আলোচনা করব।
এই মাস গোড়ার দিকেটি নিম্বি প্রতিবাদকারীরা একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের জন্য প্রস্তাবনা নিয়ে যে প্রতিবাদ করেছিল তা শেষ পর্যন্ত ভূমিকম্পের ফলে বন্ধ হচ্ছে। ছয় জনকে এই প্রতিবাদের জন্য জেলে প্রেরণ করা হয়েছিল, তারা একটি প্রতিবাদ করার অনুমতি চেয়ে পদচারণা করেছিল। চীন পরিবেশগত আইন ব্লগে চার্লি ম্যাকেলউই বলেন:
আমি আশা করব যে ঔ গ্রেফতারকৃতদের সাথে জেলে যেন ভদ্র ব্যবহার করা হয়। এটা বোঝা যাচ্ছে যে তারা যৌক্তিক অবস্থানে ছিল এবং তারা অসংগতিপূর্ণ লোক দেখানো কোন দাবি করেনি যদি এই নির্মাণ প্রকল্পে জনগণের অংশগ্রহনের নিয়মকানুন প্রযোজ্য করা হত।
জুলিয়ান ওয়াং গ্রিন লীপ ফরওয়ার্ড ব্লগে ভূকম্পনের ফলে দীর্ঘকালীন শক্তি ব্যবহার সম্বন্ধে বলেন। সে লক্ষ্য করে যে চীনের বৃহত্তম বাষ্পীয় ঘূর্ণন ইন্জিন প্রস্তুতকারকের ক্রিয়াকর্ম বন্ধ হওয়ার খবর এসেছে এবং চেঙদু বাঁধ এবং শক্তিশালী হাইড্রোপাওয়ার প্রকল্পের উপর ভুমিকম্পের প্রভাব আরো গুরুত্বপূর্ণ। জুলিয়ান আশা ব্যক্ত করেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দীর্ঘকালীন বিবেচনা গুলো আসবে:
এই অঞ্চল জুড়ে বিশৃঙ্খল উত্তেজনাকর পরিস্থিতি সাধারণ অবস্থায় ফিরিয়ে আনা চিন্তা করা দুষ্কর, অন্যান্য প্রয়োজনগুলোর উপর নজর দেয়ার আগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চাহিদার উপর অধিক নজর দেয়া দরকার। যখন আবর্জনা সমস্যা সমাধান হয়েছে তখন আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এবং এটাকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে, এই কাঠামোর একটি আরও বেশী স্থায়িত্ব থাকে সে বিষয়ে নজর দিতে হবে ।
অনেক ব্লগার প্রাণীদের সম্বন্ধে বেশী আলোচনা করছে। রিচার্ড হেইসলার আন্তর্জাতিক সংস্থা ওলং এর পান্ডা এসব প্রাণীর দুর্দশা নিয়ে আলোচনা করছে এবং আন্তর্জাতিক পান্ডা সংস্থার প্রচেষ্টা নিয়ে বলছে।
ভূমিকম্পের পর এই সপ্তাহ গোড়ার দিকে পরিস্থিতির হিসাব নিকেষ শেষে বলা হয় ওলুং এর অবস্থা খুব বিপদজনক। ওলুং শহরের দৈত্য পান্ডা, ভাল্লুকের স্বাভাবিক অবস্থা বজায় রাখার উভয় প্রাণী এবং পরিচর্যাকারীর প্রয়োজন এবং সম্ভব সমস্ত সাহায্য প্রয়োজন এবং ওলুং শহরের জনগনের জন্য সাহায্য প্রয়োজন। পান্ডাস ইন্টারন্যাশনাল সরাসরি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন শহর ওলুং এ চীনের রেডক্রস কে সাহায্য করছে ডাক্তার, পশুডাক্তারদের সহযোগিতা করছে পান্ডা এবং জনগনকে তে ওষুধ খাবার সরবরাহ করে।
আইএফএডব্লিউ প্রাণী উদ্ধার ব্লগ নিম্নে এখানকার প্রাণীদের দুর্দশার বর্ণনা দিয়েছে:
এখন পর্যন্ত এই অঞ্চলে ৩০০টির চেয়ে আরও বেশী ক্ষুদ্রতর ছোট্ট কম্পন হয়েছে । মুষল ধারে একটানা বৃষ্টির ফলে পাহাড় থেকে মাটির ধ্বস নামছে । পর্বতগুলো থেকে বিশাল বিশাল পাথর নামছে, ইতিমধ্যে গিরি পথ গুলো আটকে ফেলছে এবং এর ফলে যে কোন উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে যাচ্ছে। ওলুং এর প্রকৃতি সংরক্ষিত, চীনের দৈত্য পান্ডার জন্য সমার্থক অভয়ারণ্য এখনও যাবার কোন উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমি বন্য প্রাণীর সম্বন্ধে খুব একটা সচেতন নই । এই সব বন্য প্রাণীরা প্রকৃতিতে অস্বাভাবিকত্ব বুঝতে পারে আগেই এবং তারা আগেই নিরাপদ স্থানে চলে যায়। যেমন ভারতীয় সাগর সুনামির আগেই হাতি এবং বানরের সমুদ্র-সৈকত থেকে নিরাপদ উঁচু স্থানে চলে যায়। এইটি প্রাণী যে সংরক্ষিত পরিবেশে আছে, মানুষের বাড়িতে গৃহপালিত পশুপাখি, খামারে লক্ষ লক্ষ গবাদি পশু আক্রান্ত হয়, এবং এমনকি পান্ডাদেরও যে অঞ্চলে রাখা হল।
দানউই এক প্রতিবেদনে জানিয়েছে যে চীন দক্ষিণ পশ্চিমের ইউনান এর সাদা হাতওয়ালা গিবন বিলুপ্ত হয়ে গেছে।
অ্যাণ্ড্রু ফিল্ড সাংহাই জার্নাল ব্লগে জানিয়েছে যে চীনের একটি জনপ্রিয় খাবার শার্কফিন স্যুপ এর ক্ষতিকারক দিকগুলো। তিনি লক্ষ্য করে বলেছেন যে অগণিত হাংগর শিকার সাগরের পরিবেশগত ভারসাম্য নষ্ট করবে। তিনি আরো যোগ করেন যে:
যেখানে এখন অনেক দেশই এই সমস্যা সম্পর্কে ব্যবস্থা নিচ্ছে, সেখানে চীনের বেশিরভাগ মানুষই সম্পূর্ণভাবে আঁধারে আছে যে হাংগরের নির্বিচারে হত্যার ফলে সাগরের ইকোলজিতে কি সমস্যা হচ্ছে। সাংহাইতে অনেক সুসজ্জিত রেস্তোরা এবং অন্যান্য নগরীতেও শার্কফিন স্যুপ এবং আরো কিছু রেস্তোরা (যেমন আমি খেলাম শেষ রবিবারে উইহেই রোডে ইউ ঝিন এ) সরবরাহ করে কাঁচের বাক্সে শার্কফিন গুলো প্রদর্শন করে। শার্কফিন স্যুপ অভিজাত অনুষ্ঠানে যেমন বিবাহ অথবা কোন ভোজন অনুষ্ঠানের জন্য বিশেষ ভাবে জনপ্রিয়।
২৫ মে, এই পোস্টটি লেখার সময় চীন ডিজিট্যাল টাইমস জানায় যে চীনে বেশকিছু শক্তিশালী ভূমিকম্পের আফটার শক হয়েছে । এ বিষয়ে আরও বেশী জানতে তাদের ব্লগ পড়ুন।
1 টি মন্তব্য
Неделю назад поставил себе Вентиляторы радиальные ВР 132-30 но положительный эффект заметен сразу. Дышится совсем по-другому. Раньше, по утрам, в зал невозможно было зайти – сильный запах от апаратуры. Приходилось срочно открывать окна, чтобы проветриться. Сильно заметно весной.