“দৃশ্যত: অনেক সৌদি নারীই মনে করে গভীর রাতের অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ তাদের জন্যে অসুবিধাজনক, তাই তারা কর্মশালা ও কর্মসূচীর মাধ্যমে এই ধারা বদলানোর চেষ্টা করছে,” লিখছেন বাহরাইনী ব্লগার এস্রা'আ । তবে এই ব্লগার মনে করেন সৌদি নারীদের এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মাথা ঘামানো দরকার।