বিশেষ প্রতিবেদন: মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ২০০৭

picture_11.png

মধ্য প্রাচ্যের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষন করে রেখেছে গত প্রায় অর্ধ দশক। এখন ওই অঞ্চলের নেটিজেনরা তাদের জীবন ছুয়ে যাওয়া বিষয় আর তাদের দেশের নিরাপত্তা আর স্থিতিশীলতার বিষয়ে তাদের মতামত দিচ্ছেন ।

মধ্য প্রাচ্যে কি কখনও শান্তি আসবে? নভেম্বররে শেষে ইসরাইল আর ফিলিস্তিনি নেতারা আবার যুক্তরাষ্ট্রে মিলিত হয়েছেন শান্তি আলোচনার জন্য , কিন্তু সত্যিকার অগ্রগতির নমুনা পাওয়া যাচ্ছে না।

সাধারন নাগরিক কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ? দেশে থাকা মানুষ কি বলছে? গত কয়েক দিন ধরে মানুষের অনুভুতি তীব্র হচ্ছে আর মধ্য প্রাচ্যের ব্লগাররা তাদের নৈরাশা , আশা, বাস্তব অভিজ্ঞতা, আর শান্তির দীর্ঘ ও অমসৃন পথের কথা বলেছেন ।

আমরা এই সব লেখা একটি বিশেষ প্রতিবেদনের পাতায় একত্র করেছি যার মধ্যে ওই অঞ্চলের বাহরাইন থেকে মরক্কো পর্যন্ত ব্লগারদের সরাসরি মতামত, তারা কি লিখছে আর তাদের ভবিষ্যতের কথা আছে । তাদের অনুভুতিগুলোর মধ্যে রয়েছে নৈরাশ্য থেকে আশাবাদ আর একটি সাধারন বিষয় তাদেরকে এক করেছে – আগামীর জন্যে চিন্তা । উক্ত পাতায় গ্লোবাল ভয়েস ব্লগারদের নানামুখী প্রতিক্রিয়া লিপিবদ্ধ করেছে ।

এটাই সব না। রয়টার আমাদের এই কাভারেজের লাইভ ফিড প্রদর্শন করছে এখানে, যার ফলে ব্লগাররা মূলধারার মিডিয়াতে তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে এবং ইতিহাস রচিত হচ্ছে ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .