দ্যা কমিটি টু প্রটেক্ট ব্লগারস (সিপিবি) হচ্ছে সারাবিশ্বের ব্লগারদের মুক্ত কন্ঠ ও ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করার জন্যে গঠিত প্রথম সংগঠন। এটি ১ বছর নির্লিপ্ত থাকার পর আবার ফিরে এসেছে আরও বেশী শক্তি নিয়ে। সিপিবি বলছে “আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে নিগৃহীত ও ভীতির মধ্যে থাকা ব্লগারদের নিয়ে এবং ব্লগের জন্য ভীতিজনক বিষয়গুলো সম্পর্কে তথ্যের একটি সমৃদ্ধ ভান্ডার তৈরি করা যা তাদেরকে এ অবস্থা থেকে বের করে আনায় কাজে লাগবে”। নতুন ওয়েবসাইটটি দেখার জন্যে এখানে ক্লিক করুন committeetoprotectbloggers.org। আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হন তবে কমিটি টু প্রটেক্ট ব্লগারস এর ফেসবুক দলে যোগ দিন।
- সামি বেন ঘারবিয়া