গল্পগুলো আরও জানুন নিকারাগুয়া মাস জানুয়ারি, 2010
নিকারাগুয়া: ১৯৭২ সালের ভূমিকম্পে তৈরি হওয়া ধ্বংসলীলার পরে
২৩ ডিসেম্বর ১৯৭২-এ, নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ৬.২ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় নিকারাগুয়ায় মারা যায় ৫,০০০ জন, আহত হয় ২০,০০০ জন এবং গৃহহীন হয় ২৫০,০০০ জন ব্যক্তি। যখন এই ভূমিকম্প সংঘটিত হয়, তখন নিকারুগুয়ার ব্লগার হোমেরো ছিলেন এক শিশু, কিন্তু তিনি এই ধ্বংসলীলার পরের ঘটনা স্মরণ করতে পারেন। এসব ঘটনা তিনি তার ব্লগে ভেনটানা ডে হোমেরো বা হোমেরোর জানালায় [স্প্যানিশ ভাষায়] সম্প্রতি প্রকাশ করা এক পোস্টে বর্ণনা করেছেন।