গল্পগুলো আরও জানুন নিকারাগুয়া মাস মার্চ, 2012
নিকারাগুয়া: ফাঁস হয়ে যাওয়া সেক্স ভিডিওর ঘটনার উপর তৈরী করা চলচ্চিত্র ক্রাউডফান্ডের অনুসন্ধান করছে
এক তরুণ জুটি নিজেদের একটি ঘনিষ্ঠ ভিডিও তৈরি করে, যা ভুলক্রমে জনসম্মুখে ছড়িয়ে পড়ে, এই বিষয়টি তাদের জীবনে যে প্রভাব ফেলে, তার উপর একটি চলচ্চিত্র নির্মাণের জন্য পুরস্কার বিজয়ী একটি প্রোডাকশন নির্মাতা এবং অভিনেতা -অভনেত্রীর দল নিকারাগুয়ার এক গ্রাম্য এলাকায় একত্রিত হয়েছে। নিকারাগুয়ার, মাটাগালপা নামক এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ছবির শুটিং-এর খরচ বহন করার জন্য অতিরিক্ত ফান্ডের অনুসন্ধান করা হচ্ছে এবং এতে যে পরিমাণ টাকা পাওয়া যাবে তা উক্ত এলাকাতেই খরচ করা হবে।