গল্পগুলো আরও জানুন নিকারাগুয়া মাস সেপ্টেম্বর, 2012
ভিডিওঃ উত্তর নিকারাগুয়ায় সান ক্রিস্টোবাল আগ্নেয়গিরির উদ্গিরণ
ইউটিউবের সিটিজেনটিউবে ব্যবহারকারীদের জমা করা ভিডিওর একটি তালি আছে যেগুলো গত ৮ ই সেপ্টেম্বরে নিকারাগুয়ায় নাটকীয় অগ্ন্যুৎপাতের চিত্র দেখাচ্ছে। উত্তর আমেরিকার এই দেশটির সর্বোচ্চ পর্বত সান ক্রিস্টোবালে শনিবার সকাল ০:০২ টার সময় থেকে অগ্ন্যুৎপাতের সূচনা হয়। প্রচুর বাষ্প এবং ছাই উদ্গিরণের ফলে চিনান্দেগা এলাকা থেকে প্রায় ৩০০০ লোককে কর্তৃপক্ষ অন্যত্র সরিয়ে নিয়েছে।