গল্পগুলো আরও জানুন সার্বিয়া মাস সেপ্টেম্বর, 2010
সার্বিয়া: মন্ত্রী ডিজিটাল সরকারকে অনলাইন থেকে বাস্তব জগৎে এনেছেন
সার্বিয়ার অনলাইন সমাজ আজ (২২শে সেপ্টেম্বর) বিকেলে ব্যস্ত ছিল স্তুতি মূলক বক্তব্যে বেলগ্রেডে একটা ধারা সৃষ্টিকারী ঘটনার পর। টেলিযোগাযোগ মন্ত্রণালয় আর তথ্য সোসাইটির অফিসের নতুন ঠিকানা 'পারিস্কা ৭, বেলগ্রেড' এ আজ ছিল অনলাইন সমাজের ছোট্ট, অলস একটি জমায়েত যার নাম দেয়া হয়েছে 'টুইট আপ ইন পারিস্কা ৭' আর এটি সংগঠিত হয়েছে বিশেষত: টুইটার আর ফেসবুকের মাধ্যমে।