· নভেম্বর, 2009

গল্পগুলো আরও জানুন সার্বিয়া মাস নভেম্বর, 2009

হাঙ্গেরি, সার্বিয়া: সীমান্তে শোকাবহ ঘটনা

গত অক্টোবরে ১৯জন কসোভো আলবেনীয় হাঙ্গেরী-সার্বিয়ার সীমান্তবর্তী নদী পার হয়ে বেআইনী ভাবে সীমান্ত অতিক্রম করতে চেষ্টা করেছে। এদের মধ্যে ১৫জন নিরুদ্দেশ রয়েছে এবং তিনটি মৃতদেহ পাওয়া গেছে নদীতে। মারিয়েট্টা লে হাঙ্গেরীর ব্লগ জগৎের প্রতিক্রিয়া তুলে ধরেছেন।

9 নভেম্বর 2009