গল্পগুলো আরও জানুন সার্বিয়া মাস অক্টোবর, 2009
সার্বিয়া: এক ফরাসী ফুটবল সমর্থকের মৃত্যু
১৭ই সেপ্টেম্বর বেলগ্রেদের শহরতলীতে ব্রিস টাটোন নামের ২৮ বছরের ফরাসী নাগরিক ও ফুটবল ক্লাব তুলুজের সমর্থককে পার্টিজান বেলগ্রাদ ফুটবল ক্লাবের সমর্থকরা নির্মমভাবে প্রহার করে। ঘটনাটি ঘটে পার্টিজান বনাম তুলজের খেলা শুরু হবার ঠিক আগে। ২৮শে সেপ্টেম্বর সে বেলগ্রাদ হাসপাতালে মৃত্যু বরণ করে।