গল্পগুলো আরও জানুন চলচ্চিত্র মাস অক্টোবর, 2011
কলম্বিয়া: আপনি এই ক্রিয়েটিভ কমন্স চলচ্চিত্র উৎসব কপি করতে পারবেন
এই মাসের শেষর দিকে কলম্বিয়ার বারানকুইল্লা এবং মেডেলিন-এ ক্রিয়েটিভ কমন্স অডিওভিজুয়াল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমনকি, যদিও আপনি কলম্বিয়ায় অবস্থান নাও করেন, তারপরে আপনি ফেস্টিভাল কপির জন্য অনুরোধ জানিয়ে এর অভিজ্ঞতা লাভ করতে পারেন এবং তার সাথে এই উৎসবের সবকিছু তুলে ধরে এমন নমুনা পাবেন, যার মধ্যে চলচ্চিত্র, এর বিভিন্ন আলাপ এবং ডিরেক্টর ও আলোচকদের সবার সাথে যোগাযোগের ব্যাপারে তৈরি করা তথ্য সম্বলিত একটি বিস্তারিত প্যাকেজ পাবেন।