গল্পগুলো আরও জানুন চলচ্চিত্র মাস জানুয়ারি, 2014
ভিডিওঃ সিরিয়াতে “আর নয়ঃ বিপ্লবের গল্প”
ম্যাথু ভ্যানডাইক একজন আমেরিকান সাংবাদিক এবং প্রামাণ্যচিত্র নির্মাতা। গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে সংঘটিত লিবিয়ার গৃহযুদ্ধে একজন বিদেশী যোদ্ধা হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। জনসাধারণের কাছ থেকে সংগৃহীত তহবিলের ওপর অবলম্বন করে তিনি “আর নয়ঃ বিপ্লবের গল্প” নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।