গল্পগুলো আরও জানুন চলচ্চিত্র মাস সেপ্টেম্বর, 2010
এশিয়া: মাদক ব্যবহার আর ডিটেনশন সেন্টারের উপরে ভিডিও
মাদকের অপব্যবহার প্রতিরোধে ডিটেনশন সেন্টার এশিয়াতে এখন সবার চোখে পড়েছে। যদিও কিছু এশিয়ান মাদক সেবী নিজে থেকে এখানে যান তাদের অভ্যাস থেকে মুক্ত হতে, কিছু স্থানে এই সকল কেন্দ্র নিয়মিত মানবাধিকার নির্যাতনের আখড়ায় পরিণত হয়েছে যেখানে বসতিহীন রাস্তায় থাকা মানুষদের আটক করে রাখা হয় কোন পছন্দের সুযোগ না দিয়ে। তাদেরকে অত্যাচার করা হয়, ধর্ষন করা হয়, বিনামূল্যে কাজ করতে বাধ্য করা হয় আর ন্যুনতম আরাম থেকে বঞ্চিত করা হয়।