গল্পগুলো আরও জানুন চলচ্চিত্র মাস মার্চ, 2015
চলচ্চিত্রে উঠে এসেছে জাপানের নেট ক্যাফের উদ্বাস্তুদের আবদ্ধ জীবন
এই দশকের মাঝামাঝি সময়ে কিছু কিছু জাপানী নাগরিক, যারা নিজস্ব অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার মত যথেষ্ট আয় করে না, তারা ইন্টারনেট ক্যাফের ছোট ছোট কামরায় বাস করা শুরু করে, যাকে রাস্তায় বাস করার চেয়ে খানিকটা উন্নত জায়গায় বাস করা হিসেবে বিবেচনা করা হয়।