দি ঢাকা প্রজেক্ট ঢাকা শহরের বস্তিবাসী ছেলেমেয়েদের জন্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। তাদের স্কুলের ছেলেরা একটি সামাজিক পরিচ্ছন্নতা প্রচারণা শুরু করেছে যার নাম “লেটস ক্লিন বাংলাদেশ (বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখি)” – জানাচ্ছে প্রক্ল্পটির ব্লগ।
উপরের ভাষাগুলো দেখছেন? আমরা গ্লোবাল ভয়েসেস এর গল্পগুলো অনুবাদ করেছি অনেক ভাষায় যাতে বিশ্বজুড়ে মানুষ এগুলো সহজে পড়তে পারে।
আরও জানুন লিঙ্গুয়া অনুবাদ »দি ঢাকা প্রজেক্ট ঢাকা শহরের বস্তিবাসী ছেলেমেয়েদের জন্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। তাদের স্কুলের ছেলেরা একটি সামাজিক পরিচ্ছন্নতা প্রচারণা শুরু করেছে যার নাম “লেটস ক্লিন বাংলাদেশ (বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখি)” – জানাচ্ছে প্রক্ল্পটির ব্লগ।