অ্যাডভোকেসী ২.০ গাইড (ডিজিটাল অ্যাডভোকেসীর জন্যে টুল) বর্ণনা করছে সেই সমস্ত টেকনিক এবং টুল সম্পর্কে যা ডিজিটাল অ্যাক্টিভিস্ট বা অন্য আগ্রহী ব্যক্তিরা তাদের অনলাইন অ্যাডভোকেসী ক্যাম্পেইনে ব্যবহার করতে পারে। আমাদের পূর্বের গাইড (একটি লক্ষ্য পূরণের জন্যে ব্লগ) দেখিয়েছিল কিভাবে ব্লগের সুচতুর ব্যবহার একে একটি অ্যাডভোকেসী টুলে পরিণত করতে পারে। এবারকার গাইড দেখাবে কিভাবে বিভিন্ন ওয়েব ২.০ অ্যাপ্লিকেশন এর উদ্ভাবনীশক্তিমূলক ব্যবহার করা যেতে পারে।
আমাদের লক্ষ্য হচ্ছে:
- অ্যাডভোকেসীর জন্যে ওয়েব ২.০ টুলগুলো চিহ্নিত করা
- কিভাবে সেগুলো ব্যবহার করা যায় তার নির্দেশনা প্রদান
- ওয়েব ২.০ অ্যাক্টিভিজম এর সফল এক্সপেরিমেন্টগুলো সারা বিশ্বের ডিজিটাল অ্যাক্টিভিস্টদের জানানো।
- অন্যান্য অ্যাক্টিভিস্টদের এই সমস্ত প্রযুক্তি প্রয়োগে সহায়তা করা যাতে তাদের লক্ষ্য এবং প্রয়োজনীয়তা পূরণ করতে পারে।
“জিও বম্বিং” থেকে “মাল্টি ব্লগিং” এবং “টুইটার” থেকে “ম্যাশআপ” পর্যন্ত ডিজিটাল অ্যাডভোকেসীর ক্ষেত্রগুলো আমরা পরখ করে দেখছি। এগুলো প্রয়োগ করে অ্যাক্টিভিস্টরা সেইসব পাঠকদের কাছে পৌঁছাতে পারছে এমনিতে যাদের সম্পৃক্ত করা দুরুহ।
আমরা অ্যাডভোকেসী ২.০ গাইড সিরিজের প্রথমটি প্রকাশ করেছি যা আপনাদের দেখাবে কিভাবে ওয়েব ২.০ প্রযুক্তিকে অ্যাডভোকেসীর কাজে লাগানো যায়:
জিও বম্বিং হচ্ছে এমন একটি কৌশল যার দ্বারা আপনি আপনার ইউটিউব ভিডিওর প্রচার করতে পারবেন গুগল ম্যাপস এবং এবং গুগল আর্থের মত ম্যাপিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন আপনারা আপনার জিওট্যাগ করা ভিডিও গুগল আর্থ এবং গুগল ম্যাপের ভেতরেও দেখতে পারবেন। [বিস্তারিত পড়ুন এখানে]
4 টি মন্তব্য
দারুণ একটা উদ্দ্যেগ নিয়েছেন আপনারা এজন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
তবে মনে হয় কয়েক জায়গায় বাংলাটাকে আরো সুন্দরভাবে অনুবাদ করা যেত। যেমন: জবাব দিয়ে যান এর বদলে: আপনার “মতামত প্রদান করুন” দিলে হয়তো আরো ভালো হতো।
ধন্যবাদ ‘নীল আকাশ’ আপনার মন্তব্যের জন্যে। আমাদের পরবর্তী ডিজাইন আপগ্রেডের সময় আপনার ফিডব্যাকটি বিবেচনা করা হবে। এই সাইট সম্পর্কে আপনার অন্যান্য ভাললাগা মন্দ লাগা গুলো জানাতে ভুলবেন না।