হাঙ্গেরিতে আমাদের আসন্ন সম্মেলনের আয়োজকদের সাথে আমরা কাজ করছিলাম গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ এর নিবন্ধন ফি কমানোর জন্য যাতে এতে বেশী লোক অংশগ্রহণ করতে পারে।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সফল হয়েছি- জুন ২৫ এর আগে রেজিস্টার করলে সামিটের দুই দিনের জন্যে ( জুন ২৭ আর ২৮) নিবন্ধন ফি ইউ এস ডলার ৩২৩ (প্রায় ২১০ ইউরো) থেকে ইউ এস ডলার ১৫২ করা হয়েছে, যার মধ্যে দুপুরের খাবার আর জলখাবার আছে। সম্পূর্ণ মূল্য তালিকা আমাদের রেজিস্ট্রেশন পাতায় আছে, যেখানে আমাদের অনলাইন নিবন্ধন ব্যবস্থা তাড়াতাড়ি শুরু হবে।
সামিটের দিন এগিয়ে আসার সাথে সাথে গ্লোবাল ভয়েসেসের ভার্চুয়াল অফিস উৎসাহ ও চান্চল্যে ভরে উঠছে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের সম্প্রদায় সারা দুনিয়ায় ছড়িয়ে আছে আর প্রতিদিন এক সাথে অনলাইনে সফলভাবে কাজ করা সত্তেও, বছরে একবার এই সামিটের সময় আমরা দল হিসেবে সামনাসামনি হতে পারি।
পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই সামিটের জন্য বুদাপেস্টে আসবেন গ্লোবাল ভয়েস সম্প্রদায়ের প্রায় ৮০ জন সদস্য। এর সাথে থাকবে আমাদের রাইজিং ভয়েসেস আউটরিচ প্রকল্পের কিছু সদস্য আর বেশ কিছু অতিথি আসবেন গ্লোবাল ভয়েস এডভোকেসী প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। এই পর্যন্ত যে সব দেশ প্রতিনিধিত্ব করছে তারা হল বার্মা, কাজাখস্তান, সুদান, লেবানন, বাংলাদেশ, তিউনিশিয়া, ত্রিনিদাদ আর টোবাগো, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, মিশর, ভেনিজুয়েলা, চীন, ভারত, তাজিকিস্থান, বলিভিয়া, গুয়েতেমালা, হংকং, ইরান, কেনিয়া, সিংগাপুর, বাহরাইন, পেরু, মালাউই, তাঞ্জানিয়া, যুক্তরাজ্য, ফিলিপিন্স, কলম্বিয়া, কানাডা, জাপান, সার্বিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সউদি আরব, সিরিয়া, তাইওয়ান আর আর্মেনিয়া।
এখনো যদি আপনি আমাদের সামিটের ওয়েবসাইট না দেখে থাকেন আর এর আকর্ষণীয় প্রোগ্রাম না পড়ে থাকেন আমরা আপনাকে অনুপ্রাণিত করবো তা করতে। মডারেটররা সামিটের ব্লগে লেখা পাঠাচ্ছেন যেখানে প্যানেলের বিষয় আর প্যানেলে থাকাদের ব্যাপারে আলোচনা আছে আর আমরা আপনাদের মন্তব্য আর উপদেশ আহ্বান করছি। আপনাদের মধ্যে যারা বুদাপেস্ট আমাদের সাথে যোগ দেবেন না দূর থেকে কি করে আপনারা অংশগ্রহণ করতে পারেন তা জানার জন্যে অপেক্ষায় থাকুন।
গ্লোবাল ভয়েস সিটিজেন মিডিয়া সামিট ২০০৮ এদের সাহায্যে হচ্ছে: ম্যকরমিক ট্রিবিউন ফাউন্ডেশন, দ্যা জন এস এন্ড জেমস এল নাইট ফাউন্ডেশন, ওপেন সোসাইটি ইন্সটিটিউট, দ্যা বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটি, দ্যা ইউরোপীয়ান জার্নালিজম সেন্টার এবং ডটসাব।