ফরাসী ভাষী দুই মরোক্কান ব্লগার জামাল হাফসি এবং আমাজির্ঘব্লগ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন মরোক্কোর জাতীয় ফুটবল দলের কোচ, ফরাসী অঁরি মিশেল বরখাস্ত হওয়ার খবরে। ঘানায় অনুষ্ঠিত আফ্রিকান নেশনস কাপে এই ফুটবল কোচের অধীনে মরোক্কার জাতীয় ফুটবল দল খেলেছে এবং খারাপ ফলাফল অর্জন করেছে। উভয় ব্লগই রয়াল মরোক্কান ফুটবল ফেডারেশনকে এর জন্য দোষী করেছেন এবং তাদের মতে ফেডারেশন মিশেলকে বলির পাঠা বানিয়েছেন।
জামাল হাফসি লিখছেন:
রয়েল মরোক্কান ফুটবল ফেডারেশন জাতীয় দলের কোচ অঁরি মিশেলকে বরখাস্ত করেছে। এর কারণ ছিল ঘানার রাজধানী আক্রায় জাতীয় দলের এগার জন খেলোয়াড়ের সাদামাটা খেলা। স্বভাবত:ই এর ফলে সারা দেশ জুড়ে এক বেদনা তৈরি হয়েছে। এই উত্তেজনা নেভানোর প্রয়েজন ছিল।
ফেডারেশন এর সমাধানের জন্য এবং এই বেদনাকে দুর করার জন্য খুব বেশী সময় নেয় নি। এ রকম ক্ষেত্রে যা হয় ফেডারেশন সমধানের জন্য সবচেয়ে সহজ উপায়টি বেছে নিয়েছে। তারা কোচকেই জাতীয় দল থেকে ছাঁটাই করে দিয়েছে।
অঁরি মিশেলকে অবসর দেওয়া হয়তো আমাদের সিংহদের(#) অশান্তির দেশে খারাপ করার (আফ্রিকান নেশনস কাপে মরোক্কো প্রথম রাউন্ডেই ছিটকে পড়ে) উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়াকে সাময়িক ভাবে প্রশমন করবে। তবে বেদনার আসল রূপটা ধরার জন্য এটা যথেষ্ট নয়। এমনকি এটি তার জন্যে সান্তনাও এনে দেবে না।
এর জন্য অনুসন্ধান কমিটি তৈরী করেছে মোহাম্মদ আউজাল, যিনি এফআরএমএফ এর ভাইস প্রেসিডেন্ট এবং জাতীয় ফুটবল রেঙ্কিং এর প্রেসিডেন্ট। তিনি আরো একবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং জনগণের উপর বেদনার বোমা বর্ষণ করেছেন। ঠিক আগের মতোই…আরো-একবার(এর আগের টুর্নামেন্টেও মরোক্কো আফ্রিকান নেশনস কাপে খারাপ ফলাফল করে)।
অঁরি মিশেল হচ্ছে সেই ব্যক্তি যার আফ্রিকার নেশনস কাপের ফাইনাল পর্বে কৌশলগত ভুলের কারনে মরক্কোর পরাজয় ঘটেছে। কিন্তু আসলে রয়াল মরোক্কান ফুটবল ফেডারেশন দায়ী এই বেদনাদায়ক ব্যবস্থাপনার জন্য যা দলকে তাদের অতীতে গৌরবজ্জল ভূমিকা থেকে নামিয়ে এনেছে।
# মরোক্কার জাতীয় দল পরিচিত লায়ন ডে এ্যাটলাস বা এ্যাটলাস পাহাড়ের সিংহ বলে
একই বিষয়ে আমাজির্ঘ ব্লগ লিখছে:
আমি রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের আচরনকে দায়িত্বহীন বলে মনে করি।
তারা একজন কোচকে এভাবে বরখাস্ত করতে পারে না। তাদের পুরো বিষয়টি পরীক্ষা করে এই ঘটে যাওয়া বাস্তবতাকে বোঝা উচিত এবং তা পরীক্ষা করে দেখা উচিত।
জাকি , যে একজন ভালো কোচ সে এর জন্য মূল্য দিচ্ছে।
যতক্ষণ পর্যন্ত আমাদের ফুটবল ফেডারেশনের প্রধান পদে এই রকম দায়িত্বহীন লোক বসে থাকবে ততক্ষণ আমরা শুধু কোচকে খেলার খারাপ রেজাল্টের জন্য একমাত্র দায়ী লোক বলে মনে করতে পারি না।