যারা বাংলাদেশ ক্রিকেট টীমকে অবজ্ঞা করে “মিনোজ” বলে তারা নিশ্চয়ই এখন মাথার চুল ছিঁড়ছেন। বাংলাদেশ দারুন খেলে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টোয়েন্টি২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পর বাংলা ব্লগোস্ফিয়ার আনন্দে ফেটে পড়েছে এবং মহাউদ্যমে তাদের জয়োৎসব নিয়ে ব্লগিং করছে।
ব্লগার এরশাদ বাদশাহ এবং আরও অনেকে ক্যারবিয়ানদের হারিয়ে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করায় রোমান্চিত। পশ্চিমবঙের (ভারত) ব্লগার পাগলা বাবু সুপার এইটে বাংলাদেশের উত্তরনকে অভিনন্দন জানিয়েছেন।
মোস্তফা মনির আফতাব-আশরাফুল জুটির প্রশংসায় পন্চমুখ। তিনি মনে করেন অবশেষে এই দুই খেলোয়ার তাদের সামর্থ অনুযায়ী আসল খেলাটি খেলতে পেরেছেন। লুৎফুর রহমান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্যাপ্টেন ব্যাটিং লিজেন্ড ব্রায়ান লারার একটি উক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ২০০৪ সালে তিনি বলেছিলেন যদি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে হারে তাহলে তিনি খেলাই ছেড়ে দেবেন। রহমান আশংকা করেছেন লারা হয়ত বুঝতে পেরেছিলেন যে একদিন তার দল বাংলাদেশের কাছে হারবে তাই তিনি খেলা ছেড়ে দিয়েছেন।
ব্লগার নিন্দুক বাংলাদেশের আনন্দ করার আরেকটি কারন স্মরণ করিয়ে দিচ্ছেন। বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুলের দখলে এখন টোয়েন্টি২০ ফরম্যাটে দ্রুততম ৫০ (২০ বলে) রান সংগ্রহ করার রেকর্ড।
-অপর্না রায়
আপনার লেখাটি আমার কাছে অতান্ত মূল্যবান। অনেক সুন্দর ভাবে লিখছেন। নিউজ সাইট নিয়ে বিস্তারিত A-Z...