“বিন লাদেনেকে সবাই সাপোর্ট করে কারন আমেরিকা তাকে যে কোন ভাবেই হোক ধরতে চায়। যে কোন আরবকে জিজ্ঞেস করেন যে তারা কি বিন লাদেনকে শাষক হিসেবে চায় কিনা। উত্তর মনে হয় হবে ‘না'। তাকে আবার জিজ্ঞেস করেন যে আমেরিকা লাদেনকে ধরুক এটি সে চায় কিনা। সেটিরও উত্তর অবশ্যই হবে ‘না'। অনেকেই তার কার্যকলাপকে অপছন্দ করলেও বিন লাদেন ধরা পড়ুক এটি কেউ চায়না।,” লিখছেন দ্যা বিগ ফারাও মিশর থেকে।