আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে ভিডিও ব্লগিং

লন্ডনের সাংবাদিকদের জন্য ফ্রন্টলাইন ক্লাবের স্থাপতি ভন স্মিথ ফ্রন্টলাইন ব্লগে আফগানিস্তান থেকে ভিডিও ব্লগিং করেছেন। সেপ্টেম্বর ১, ২০০৭ এর রিপোর্টে তিনি তালেবানদের বিরুদ্ধে ব্রিটিশ আর আফগান সৈন্যদের যুদ্ধের কথা বলেছেন।

ভন বলেছেনঃ

হেলমান্ড নদীর দুই ধারের এলাকাকে গ্রীন জোন বলে যেটি আড়াআড়িভাবে হেলমান্ড প্রদেশ থেকে দক্ষিন আফগানিস্তান পযন্ত গিয়েছে। খুব কষ্ট করে হেটে গিয়ে আমরা একটা স্থানে পৌছালাম যেখান থেকে অপারেশন শুরু হবে। সেখানে শুরু হলো সেনা বাহিনী যাকে বলে এডভান্স টু কন্টাক্ট (যোগাযোগের জন্য এগোনো)। সকাল ১০টার মধ্যে তালেবানরা এগিয়ে আসলো। সারাদিন ধরে থেমে থেমে যুদ্ধ চলল যখন ব্রিটিশ আর আফগান সৈন্যরা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাচ্ছিল। তালেবানরা আমাদের দিকে গুলি করে সৈন্যরা তাদের কাছে পৌঁছানোর আগে পালিয়ে যেত। তারা তাদের পালানোর পথ ঠিক করে রেখেছিল আর বেশিরভাগ সময় তারা তাদের হতাহতদের নিয়ে যেতে পারত।

হেরাত আমাদের প্যারিস না

হেরাত ব্লগ বলেছে যে আফগানিস্তানে অনেকে মনে করে যে আফগানিস্তানের তৃতীয় বড় শহর হেরাতকে নতুন করে গড়া হচ্ছে কারন সরকারি কমকর্তারা তাই বলছে। কিন্তু স্থানীয়রা বলছে যে গত কয়েক বছরের সাথে তুলনা করলে কোন পরিবর্তন হয়নি। এই ব্লগার নাঘিব আরভিন নামক একজন স্থানীয় সাংবাদিককে উদ্ধৃত করেযুক্তি দেখাচ্ছে:

অনেকে মনে করে যে হেরাত আফগানিস্থানের প্যারিস আর তাই তারা নতুন কাজ বন্ধ করতে চায়। এই রকম ধারনা একটি কৌতুক ছাড়া বেশি কিছু হতে পারে না। হেরাত পুন:নির্মানের কাজ বন্ধ করা উচিত নয়।

এই সাংবাদিক মনে করেন যে দুটি কারনে নির্মান কাজ বন্ধ হতে পারে, বিনিয়োগের জন্যে টাকার অভাব আর স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার অভাব।

মানুষের উচ্চারন নিয়ে মজা করবেন না!

মোহাম্মাদ কাজেম কাজেমি বলেছেন যে তিনি ইরানি টেলিভিশনের অফিসিয়াল ম্যাগাজিন জামেজামে টেলিভিশান সিরিয়াল চারখানেহ নিয়ে একটা প্রতিবাদ পত্র পাঠিয়েছেন। তিনি চারখানেহর প্রযোজকদের সমালোচনা করেছেন কারন এতে আফগানিস্তানের লোকদের উচ্চারন আর তারা কি করে ফারসি বলে তা নিয়ে মজা করা হয়েছে। তিনি বলেছেন যে আফগানরা এতে আহত হয়েছে। তিনি আরো জানিয়েছেন যে এই সিরিজের মতো আফগানিস্তানে কেউ কথা বলে না।

- হামিদ তেহরানী

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .