গল্পগুলো আরও জানুন স্পেন মাস জুন, 2012
স্পেন: ব্যাংকের দায়মুক্তির বিরুদ্ধে গণতহবিল
সরকারের নির্লিপ্ততা এবং জেলা অ্যাটর্নির কার্যালয় ব্যাংকিয়া‘র সাবেক চেয়ারম্যান রডরিগো রাতোকে দিয়েই ব্যাংকিয়ার ব্যবস্থাপনা তদন্ত করার পরিপ্রেক্ষিতে আদালতে একটি অভিযোগ দায়ের করার জন্যে স্পেনের জনগণ অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করছে। কয়েক ঘন্টার জন্যে গণতহবিলের ওয়েবসাইটটিকে অবসন্ন করে দিয়ে ২৪ ঘন্টায় প্রয়োজনীয় তহবিল ১৫ হাজার ইউরোর চেয়ে বেশি অর্থ সংগৃহিত হয়েছে।