গল্পগুলো আরও জানুন স্পেন মাস নভেম্বর, 2010
ভিডিও: অনলাইন ভিডিও প্রতিযোগীতা রেসপন্সিবল কনজামশান কালচার-এর বিজয়ীর নাম ঘোষণা
চতুর্থ রেসপন্সিবল কনজামশন কালচার অনলাইন সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে। ইকোডেস এবং এরাগন-এর সরকার সাধারণ ভোক্তা নির্দেশক বিভাগ এই প্রতিযোগিতার আয়োজক। স্পেন এবং ল্যাটিন আমেরিকার স্প্যানিশ ভাষায় নির্মিত সংক্ষিপ্ত তথ্যচিত্র নির্মাতাদের ছবি জমা দেবার আহ্বান জানায়। চূড়ান্ত ১০ জন আন্তর্জাতিক প্রতিযোগির মধ্যে থেকে কলম্বিয়ার একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র এতে বিজয়ী হয়েছে।