· জানুয়ারি, 2010

গল্পগুলো আরও জানুন নেদারল্যান্ডস মাস জানুয়ারি, 2010

নেদারল্যান্ডস: মিয়েপ গিজ নামক যে মহিলাটি আনা ফ্রাঙ্ককে সাহায্য করেছিল, সে ১০০ বছর বয়সে মারা গেছে

  13 জানুয়ারি 2010

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনা ফ্রাঙ্ক ও তার ইহুদি পরিবারকে যারা সাহায্য করেছিল এবং ফ্রাঙ্ককে বন্দি শিবিরে পাঠানোর পর তার ডাইরি বা দিনপঞ্জিকাটি রক্ষা করেছে, সেই দলের শেষ জীবিত সদস্য মিয়েপ গিজ ১২ জানুয়ারি মারা গেছেন। সারা বিশ্বের লোক তার এই মৃত্যুর সংবাদে প্রতিক্রিয়া জানাচ্ছে।