গল্পগুলো আরও জানুন নেদারল্যান্ডস মাস মে, 2011
পানি বিষয়ক বিশ্ব ব্লগিং প্রতিযোগিতা
পানির উপর মনোযোগ প্রদান করে ইউরোপিয়ান জার্নালিস্ট সেন্টার তিনমাস ব্যাপী এক আর্ন্তজাতিক ব্লগিং প্রতিযোগিতার উদ্বধোন করেছে, যার নাম দেওয়া হয়েছে থি!ঙ্ক৫ (TH!NK5)। ভিন্ন ভিন্ন ৪০-টি দেশের ব্লগাররা এই প্রতিযেগিতায় অংশ গ্রহণ করছে, যাদের উদ্দেশ্য চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হওয়া, যার পুরষ্কার পর্তুগালের রাজধানীতে ভ্রমণ। এখানে কয়েকজন পুরষ্কার বিজয়ীর কিছু জনপ্রিয় এবং মৌলিক লেখা রয়েছে।