গল্পগুলো আরও জানুন তান্জানিয়া মাস এপ্রিল, 2012
তানজানিয়া: এক চলচ্চিত্র তারকার বিদায়
১১ এপ্রিল, ২০১২-এ, এক আবেগপুর্ণ অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে তানজানিয়া, তার এক অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা স্টিভেন কানুম্বাকে বিদায় জানালো। শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তার বান্ধবী, এলিজাবেথ ‘লুলু’ মিশেল-এর সাথে এক ঝগড়ার পর তার এই মৃত্যুর ঘটনা ঘটে।