গল্পগুলো আরও জানুন তান্জানিয়া মাস ফেব্রুয়ারি, 2010
তাঞ্জানিয়া আর জাম্বিয়ার হাতির দাঁত বিক্রির প্রস্তাবের প্রতি বিরোধিতা বাড়ছে
জাম্বিয়া আর তাঞ্জানিয়া তাদের সরকারের আটক হাতির দাঁতের মজুত বিক্রির অনুমতির জন্যে সম্প্রতি প্রস্তাব দিয়েছে বিপদগ্রস্ত প্রজাতির বন্যপ্রাণী আর গাছের বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন সাইটসের কাছে। তবে তাদের এই প্রস্তাব নিয়ে ক্রমেই বিরোধিতা বাড়ছে।