· এপ্রিল, 2013

গল্পগুলো আরও জানুন চিলি মাস এপ্রিল, 2013

হাজারো মিছিলকারীর মিছিলে চিলির ছাত্র আন্দোলন পুনর্জীবিত

অবাধ, মানসম্মত শিক্ষার দাবিতে জাতীয় পর্যায়ে ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে চিলির রাজপথগুলো আবারো পুর্ন শক্তিতে ফিরে এসেছে। ছাত্র আন্দোলনকারীরা গত ১১ এপ্রিল,২০১৩ তারিখে শহরের মূল কেন্দ্রে প্রত্যাবর্তন করে সমস্যার প্রকৃত সমাধানের দাবি জানায় এবং শিক্ষা ক্ষেত্রে মুনাফার অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে।

23 এপ্রিল 2013