গল্পগুলো আরও জানুন চিলি মাস সেপ্টেম্বর, 2013
‘আর কখনোই নয়': ৪০ বছরে চিলির মানুষজনের অভ্যুত্থানের ইতিহাস ফিরে দেখা
আজ থেকে ৪০ বছর আগে, এই দিনে চিলির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন আগাস্তো পিনোচেট। তারপর থেকে ১৭ বছরের সামরিক শাসনের সূচনা হয় সেখানে।