অবাধ, মানসম্মত শিক্ষার দাবিতে জাতীয় পর্যায়ে ব্যাপক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে চিলির রাজপথগুলো আবারো পুর্ন শক্তিতে ফিরে এসেছে।
“পতন হবে পতন হবে, পিনোশে ও ব্যাচেলের শিক্ষা ব্যবস্থার পতন হবে”- এ স্লোগানকে ব্যবহার করে সারা দেশের আন্দোলনকারীরা গত ১১ এপ্রিল,২০১৩ তারিখে শহরের মূল কেন্দ্রে প্রত্যাবর্তন করে। তাঁরা সমস্যার প্রকৃত সমাধানের দাবি জানায় এবং শিক্ষা ক্ষেত্রে মুনাফার অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে। আয়োজকদের মতে ১২০,০০০ থেকে ১৫০,০০০ জন সান্তিয়াগোগামী এ মিছিলে অংশগ্রহণ করেন। গত কয়েক মাসের মধ্যে এটাই ছিল সবচাইতে বড় বিক্ষোভ।
এফ ই সি ( ফেডারেশন অব স্টুডেন্ট এট দি ইউনিভার্সিটি অব কন্সেপশন [স্প্যানিশ] – এর প্রাক্তন সভাপতি ও কম্যুনিস্ট ইয়ুথ এর সভাপতি ক্যারোল কারিওলা (@ক্যারল্কারিওলা) বলেনঃ
@Karolcariola: Mañana a las 11 hrs. En Plaza Italia marchamos por la educación pública gratuita y de calidad!! Chile se lo merece, la paciencia se acabó.
@ক্যারল্কারিওলা: আগামীকাল সকাল ১১ টায় প্লাজা ইতালিয়া থেকে অবাধ, গণ মান সম্মত শিক্ষার দাবিতে আমরা মিছিল করব!! এটা চিলির প্রাপ্য, ধৈর্য শেষ হয়ে গেছে।
অভিনেতা বেনজামিন ভিকুনা ( @বেঞ্জামিনভিকুনামোরি) [স্প্যানিশ] অন্যান্য নেটিজেনদের সাথে একাত্ম হয়ে #নোসভেমোসেল১১ (#দেখা হবে ১১ তে) নতুন আহ্বানের প্রতি সমর্থন [স্প্যানিশ]:
@benjaminvicunaMORI: Porque la única manera de cambiar el orden de las cosas, es desde una educación digna y gratuita #NosVemosEl11
@বেঞ্জামিনভিকুনামোরি: সুন্দর ও অবাধ শিক্ষার পক্ষে আদেশ পরিবর্তনের জন্য এটাই একমাত্র পথ #নোসভেমোসেল১১
২০১১ সালে গড়ে উঠা এ ছাত্র আন্দোলন সম্পর্কে সমাজ বিজ্ঞানী আলবার্তো মায়োল তাঁর ব্লগে [স্প্যানিশ] লিখেন।
El movimiento estudiantil de 2011 tiene como uno de sus pilares las injusticias del modelo educativo, pero añade a ello un diagnóstico sobre la sociedad y un cuestionamiento de la estructura en que se han articulado lo público y lo privado, siendo esa tensión la que está en el trasfondo,
শিক্ষা কাঠামোর অবিচারের এক স্তম্ভ হল ২০১১ সালের ছাত্র আন্দোলন, গণ শিক্ষা ও বেসরকারী শিক্ষা কিভাবে পরিচালিত হচ্ছে সে বিষয়ে এ আন্দোলন প্রশ্ন তুলে এবং সমজকে বিশ্লেষণ করে, এই উদ্বেগ থেকেই আন্দোলনের পটভূমি তৈরি হয়।
লা আন্টি সিকোলোগা ( @জ্যানেটনোসেদা) [স্প্যানিশ] আনন্দের সাথে মন্তব্য করেন যে এ আন্দোলন চলবে।
@janetnoseda: apuesta del GOB al descarte del mov. Estudiantil falló pq #NoEstánSolos. Chile entero quiere otra educación! @el_dinamo @elquintopoder
@জ্যানেটনোসেদাঃ ছাত্র আন্দোলনকে ব্যর্থ করতে সরকার বদ্ধ পরিকর #নোইস্টানসোলোস (#তুমি একা নও) [স্প্যানিশ]। সব চিলিবাসীই অন্য শিক্ষা ব্যবস্থা চায়! @এল-ডিনামো [স্প্যানীশ] @এলকুইন্তোপোদার [স্প্যানীশ]
সরকারে প্রকৃত প্রতিনিধি যেমন প্রতিরক্ষা মন্ত্রী রডরিগো হিঞ্জপেটার ( @রিঞ্জপেটার) [স্প্যানিশ] এ নতুন প্রতিবাদকে প্রত্যাখ্যান করেন।
@@rhinzpeter: Voceros del movimiento estudiantil hablan bajo mismo formato de 2011. No son capaces de reconocer nada de lo hecho en 2 años. Es un Dejavu.
@রিঞ্জপেটার: ছাত্র আন্দোলনের মুখপাত্ররা ২০১১ এর সুরে কথা বলছেন। গত ২ বছরে তাঁরা কোন কিছুই প্রতিষ্ঠা করতে সক্ষম হয় নি। ইতোমধ্যেই দেখা হয়েছে।
চিলির সাম্প্রতিক নাগরিক আন্দোলন যার মধ্যে ছাত্রদের অন্দোলন অন্যতম সে বিষয়ে লুইস পাচেচো এল কুইন্তো পোদার পত্রিকায় “লো ইনেভিতাবলঃ এল দেভেনির দে লো কম্বিওস” [স্প্যানিশ] (“অপ্রতিরোধ্যঃ পরিবর্তনের বিবর্তন”) শিরোনামে এক কলামে লিখেন যে এই আন্দোলগুলো “বিপ্লবের” ভয়কে প্ররোচিত করছে।
Hay miedo y casi terror en los sectores más conservadores, de que se produzcan cambios que terminen con esta supuesta sociedad equilibrada y se vuelva a viejos escenarios de la política chilena.
Quienes así piensan, se equivocan en la forma y en el fondo. […] Ciertamente cualquier cambio de estructura significa una revolución en la sociedad, que no tiene porque ser ni violenta ni traumática. […]
সংরক্ষনশীল সেক্টরগুলোতে ভয় এবং ত্রাস বিরাজমান, এই পরিবর্তনগুলো কথিত ভারসাম্যপুর্ন সমাজকে শেষ পর্যন্ত হয়তো পুরোনো চিলির নীতির পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাবে।
যারা এমনটা চিন্তা করেন তাঁরা কাঠামোগত ও বিষয়গত দিক থেকে ভ্রান্ত অবস্থানে আছেন […], নিশ্চিতভাবেই কাঠামোর যে কোন ধরণের পরিবর্তন সমাজে বিপ্লবের ইঙ্গিত দেয়, যা কোনভাবেই সহিংস অথবা ক্ষতিকারক নয় […]
সত্যি কথা বলতে কি এ আন্দোলনের পুনর্জন্ম পরবর্তী নির্বাচনী প্রতিযোগিতায় আপতিত হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটা নির্বাচনী ফলাফলের উপর কোন প্রভাব ফেলবে কি না। অন্যদিকে ছাত্ররা কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্বাচন প্রার্থীদের থেকে নিজেদের মুক্ত রেখেছেন। প্রাক্তন রাষ্ট্রপতির ব্যবস্থাপনাকে প্রত্যাখ্যান করে রাষ্ট্রপতি নির্বাচনের প্রকৃত প্রার্থী মাইকেল ব্যাচেলে তাঁর ওয়েবে আপাতভাবে শিক্ষার স্লোগানকে তাঁর নির্বাচনী বিষয়ে পরিণত করেছেন। প্রাণরসায়নের ছাত্র সেবাস্তিয়ান আর. সেরাই (@সেবাসেরেই) [স্প্যানিশ] বলেনঃ
@sebaserey: Qué sentirá Bachelet al ver el descontento ciudadano q existe en Chile hoy en día? De verdad piensa que alguien le cree? #nosvemosel11
@সেবাসেরেইঃ চিলির আজকের অসন্তুষ্ট নাগরিকদের দেখে ব্যাচেলে কি ভাবছেন? তিনি কি সত্যিই মনে করেন যে কেউ তাঁকে বিশ্বাস করে? #নোসভেমোসেল১১
অনেকের মত লুকাস আলন্সো (@লুকাসজালোন্সো) [স্প্যানিশ] বলেন:
@lucasxalonso: Cuántas marchas faltan para que de verdad la clase política tome en serio al pueblo? #NosVemosEl11#YoMarcho
@লুকাসজালোন্সো: জনগণকে গুরুত্ব প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর আর কত মিছিলের দরকার হবে? #নোসভেমোসেল১১ #ইয়োমার্চো (#আইমার্চ) [স্প্যানিশ]