গল্পগুলো আরও জানুন আর্জেন্টিনা মাস এপ্রিল, 2010
ভার্চুয়াল গায়ক বৃন্দ: প্রযুক্তি, সহযোগিতা আর সঙ্গীত
সঙ্গীত রচয়ীতা এরিক হু্ইটেকার একদিন একটি ইউটিউব ভিডিওতে একজন তরুণ অপেরাগায়ককে তার ‘স্লিপ’ গানটা করতে শুনেছিলেন আর ভেবেছিলেন: কেমন হত যদি তিনি বিশ্বের যে কোন স্থানের মানুষকে দিয়ে তার আ কাপাল্লে কয়ার সঙ্গীতের অন্যান্য অংশগুলো রেকর্ড করাতে পারতেন? তিনি তাই সম্ভব করেছেন ভার্চুয়াল কয়ারের মাধ্যমে।