গল্পগুলো আরও জানুন আর্জেন্টিনা মাস জানুয়ারি, 2010
আর্জেন্টিনা: আবেগধর্মী সঙ্গীতের প্রবাদপুরুষ সান্ড্রো নামের গায়ক মারা গেছেন
রবার্টো সানচেজকে সবাই আদর করে ডাকত সান্ড্রো বলে। সবার আদরের সান্ড্রো গত ৪ঠা জানুয়ারি আর্জেন্টিনার মেন্ডোজাতে মারা গেছে। তাকে ১৯৬০-এর দশকে আর্জেন্টিনার রক সঙ্গীতের অন্যতম পথিকৃৎ হিসেবে মানা হয়। এরপর সারা ল্যাটিন আমেরিকায় আবেগধর্মী গায়ক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে।