গল্পগুলো আরও জানুন উজবেকিস্তান মাস জানুয়ারি, 2010
উজবেকিস্তান: ভাস্কর্যের যুদ্ধ
১৪ জানুয়ারি ছিল উজবেকিস্তানের ‘মাতৃভূমি প্রতিরক্ষা’ দিবস। দিনটি উজবেকিস্তানে উদযাপন করা হয়। সেদিন মহাসমারোহে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। যার নাম “মাতৃভূমির শপথ”। এটিকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে স্থাপন করা হয়। এই ভাস্কর্যে এক সৈনিকের মূর্তি রয়েছে যে কিনা শপথ নিচ্ছে এবং তার পিছনে আর্শীবাদ প্রদান করা এক নারীমূর্তি রয়েছে।