গল্পগুলো আরও জানুন জামাইকা মাস অক্টোবর, 2010
জামাইকা: ‘চমৎকার শাসককে’ বিদায়
জনপ্রিয়ভাবে ‘কুল রুলার' (চমৎকার শাসক) নামে পরিচিত জামাইকার রেগি সঙ্গীত ব্যক্তিত্ব গ্রেগোরি আইজাকস আজ (২৫শে অক্টোবর, ২০১০) লন্ডনে তার বাসভবনে মারা গেছেন, ক্যান্সারের সাথে দীর্ঘ যুদ্ধের পরে। জামাইকার ব্লগ জগত তার মৃত্যুর সংবাদ শুনে জীবন্ত হয়ে উঠেছে, যেমন সরব হয়ে উঠেছে সামাজিক মিডিয়া সাইটগুলো যেমন টুইটার আর ফেসবুক, যেখানে ভক্তরা তার জীবন আর কাজ নিয়ে সম্মান জানিয়েছেন।