জামাইকা: ‘চমৎকার শাসককে’ বিদায়

ক্যান্সারের সাথে দীর্ঘ যুদ্ধের পরে জনপ্রিয়ভাবে ‘কুল রুলার’ (চমৎকার শাসক) নামে পরিচিত জামাইকার রেগি সঙ্গীত ব্যক্তিত্ব গ্রেগোরি আইজাকস আজ (২৫শে অক্টোবর, ২০১০) লন্ডনে তার বাসভবনে মারা গেছেন। রেগি গোত্রের মধ্যে সব থেকে আবেদনময়ী কণ্ঠের অধিকারী আইজাকস সম্ভবত তার ‘নাইট নার্স’ গানের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন (১৯৮২ সালের একই নামের অ্যালবাম থেকে)। জামাইকার ব্লগ জগত তার মৃত্যুর সংবাদ শুনে জীবন্ত হয়ে উঠেছে, যেমন সরব হয়ে উঠেছে সামাজিক মিডিয়া সাইটগুলো যেমন টুইটার আর ফেসবুক, যেখানে ভক্তরা তার জীবন আর কাজকে সম্মান জানিয়েছেন।

গ্রাউন্ডনিউজ রিপোর্টস এর ফেসবুক স্ট্যাটাস এ এই বার্তা দেয়া হয় এবং সেটি এই দলের টুইটার অ্যাকাউন্টেও তুলে দেয়া হয়:

নিশ্চিত করা গেছে যে কিংবদন্তী রেগি শিল্পী গ্রেগোরি আইজাকসের মৃত্যু সংবাদ তাকে টুইটারে সব থেকে বেশী টুইট করা বিষয় হিসাবে দাড়িয়ৈছে যেখানে এই বিষয়ের উপরে প্রতি মিনিটে ২০টি করে টুইট হচ্ছে।

মৃত এই সঙ্গীতশিল্পী সম্পর্কে টুইট #আইজাকস, #গ্রেগোরির আত্মা শান্তি পাক, #নাইট নার্স আর #রিপ গ্রেগোরি আইজাকস হ্যাশট্যাগে পাওয়া যাবে।

ইয়ার্ডফ্লেক্স.কম আইজাকসকে ‘সত্যিকার জামাইকার প্রতীক’ হিসাবে বর্ণনা করেছেন:

রেগির পতাকা উত্তোলনে তিনি অনেক করেছেন। আমরা তার পরিবার, বন্ধু আর ভোক্তাদের এই কঠিন সময়ে পার হওয়ার জন্য প্রার্থনা করছি।

দ্যা ক্যারিবিয়ান রিভিউ অফ বুকস এর ব্লগ এন্টিলস জানিয়েছে:

আইজাককে এক সময়ে বর্ণনা করা হতো ‘রেগির সব থেকে অভিনব কণ্ঠশিল্পী হিসেবে, তার অপূর্ব কণ্ঠ মুন ব্যালাড আর নাচ-গান দুটোর জন্যেই ভালো।

দ্যা উইকেডেস্ট টাইম বিদায় নিতে কষ্ট পাচ্ছেন:

আমি খুবই দু:খের সাথে জানাচ্ছি যে আর একজন রেগি কিংবদন্তী আজ সকালে ৫৯ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। যখনি মহৎ কিছু হারানো হয় সেটা দুখের দিন হয়, আর আমরা তার ভক্তরা এটা বোধ করছি।

রেগি সঙ্গীত আর একটা কিংবদন্তী হারালো। শান্তিতে ঘুমান গ্রেগোরি আইজাকস, আমরা আপনাকে ভালোবাসি!

এই পোস্টে ব্যবহৃত থাম্বনেইল ছবি “২০০৮ সালের মে মাসে গ্রেগোরি আইজাকস”, তুলেছেন ট্যাক_রেডগোল্ডএন্ডগ্রীন এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .