গল্পগুলো আরও জানুন আদিবাসী মাস মে, 2011
আর্জেন্টিনা: বুয়েনোস আয়ার্সের প্রাণকেন্দ্রে আদিবাসীদের প্রতিবাদ
ফরমোসা প্রদেশের আদিবাসী গ্রুপ কোম সম্প্রদায় ২৫ এপ্রিল সোমবার বুয়েনোস আয়ার্সের প্রাণকেন্দ্র ৯ দু জুলিও এভিন্যু অবরোধ করে। গত নভেম্বরে রুট ৮৬ অবরোধ করা কোম সম্প্রদায়ের লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ যে অন্যায় আচরণ করে তার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে এ প্রতিবাদের আয়োজন করা হয়।