ফরমোসা প্রদেশের আদিবাসী গ্রুপ কোম সম্প্রদায় ২৫ এপ্রিল সোমবার বুয়েনোস আয়ার্সের প্রাণকেন্দ্র ৯ দু জুলিও এভিন্যু অবরোধ করে।
ফেলিক্স দিয়াজের নেতৃত্বে এ দলের কিছু সদস্য নিরুপায় হয়ে অনশন শুরু করেন। তিয়েম্পো আর্জেন্টিনো [স্প্যানিশ ভাষায়] প্রতিবেদনে বলে যে এ ছাড়া আর কোন উপায় ছিল না।
গত নভেম্বরে রুট ৮৬ অবরোধ করা কোম সম্প্রদায়ের লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ যে অন্যায় আচরণ করে তার প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে এ প্রতিবাদের আয়োজন করা হয়। একজন পুলিশ কর্মকর্তা ও রবার্তো লোপেজ নামের একজন আদিবাসীর মৃত্যুর মধ্য দিয়ে নভেম্বরে আদিবাসীদের ছত্রভঙ্গ করা হয়। এ বিষয়ে উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করে।

বিক্ষোভ চলাকালে নভেম্বর ২০১০ এ ফরমোসাতে পুলিশী নির্যাতনের প্রতিবাদে বুয়েনোস আয়ার্সের কোম সম্প্রদায়ের লোকেরা বাড়ী পোড়ানোর প্রতীক তুলে ধরেন। ছবি প্যাট্রিসিও মারফি, স্বত্ব ডেমোট্রিক্স এর
ফরমোসায় ভুক্তভোগী আদিবাসীদের দমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মারিয়ানা স্পিনোসা (মহিলা) তাঁর ব্লগ রেড ল্যাটিনা সিন ফ্রন্টেরাস [স্প্যানিশ ভাষায়] বলেন:
Los pueblos originarios, existen y necesitan de todos nosotros, no queremos un muerto más, un dolor más, una tristeza más, un enferma mas, queremos justicia para Roberto Lopez…
যা কিছুই ঘটুক না কেন কোম সম্প্রদায়ের সদস্যরা তাঁদের ব্লগে [স্প্যানিশ ভাষায়] আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন:
Muy errados están los que piensan que golpeándonos, matándonos, deteniéndonos, quemando nuestras casas e inventándonos causas penales nos detendrán.
ভূমি বিরোধকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের সূত্রপাত। ফরমোসা প্রদেশের গভর্নর গিল্ডো ইন্সফ্রান ১৩০০ হেক্টর ভূমি জবর দখলের ঘোষণা দেন। ঐ স্থানে ১৮০ জন আদিবাসীর বসবাস। কোম সম্প্রদায় গভর্নরের এ ঘোষণাকে প্রত্যাখ্যান করে।
আন আলুমনো ডিফেরেন্তে [স্প্যানিশ ভাষায়], ব্লগে জেসাস ডেভিড ভূমি বিরোধের সারাংশ উপস্থাপন করেন:
El conflicto por la posesión de tierras se inició a mediados de 2010, cuando el gobernador formoseño Gildo Insfrán cedió a la Universidad Nacional de Formosa los terrenos en los que vive la comunidad Qom, que posee los títulos de propiedad otorgados por el Gobierno nacional en 1940. Tras ser desalojados, los habitantes cortaron durante poco más de tres meses el tránsito en la ruta nacional 86.
আদিবাসী জনগণের জন্য এ ভূমি কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে ড্যানিয়েল গ্যাগুইন তাঁর ব্লগ এল ক্যালিডোস্কোপিও দে লুসি-তে লেখেন:
Muchas de las tierras fueron adquiridas por empresas y particulares de fuerte poderío económico, causando graves dificultades en lo que sería uno de los “pulmones” del norte del país, con lo que sería la poda de árboles y demás.
সরকার ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি বুয়েনোস আয়ার্সের ৯ দে জুলিওতে অংশ গ্রহণকারী পাবলো গ্রামাজোর সাক্ষাতকার তিনি গ্রহণ করেন:
El problema de la expulsión de la tierra no es solo en Formosa sino de todo el norte argentine… Lo que ustedes llaman “desarrollo”, nosotros le decimos “forma de vida” y el desarrollo no va con nuestra forma de vida.

আদিবাসী কোম গোত্রের জনগনকে তাঁদের ভূমি পুনরুদ্ধারের দাবীতে রাস্তা অবরোধ করতে দেখা যাচ্ছে। ছবি প্যাট্রিসিও মারফির, স্বত্ব ডেমোট্রিক্স এর
গত বছর ৩০ ডিসেম্বর প্রাদেশিক সরকার আর কোম সম্প্রদায় বিরোধের শান্তিপূর্ণ, মীমাংসার জন্য স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা বিষয়ক মূল চুক্তি সম্পাদন করেন। কোম সম্প্রদায় বলেন সরকার তাঁর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন এবং তাঁদেরকে আবারো প্রতিবাদ করতে বাধ্য করছেন।
কোম সক্রিয়বাদীরা কিভাবে অনশন এবং সড়ক অবরোধ শুরু করেন সে বিষয়ে লালাকনাকোম [স্প্যানিশ ভাষায়] ব্লগে ব্যখ্যা করা হয়:
Los manifestantes, pertenecientes en su totalidad a las comunidades Qom, iniciaron esta medida de fuerza con el propósito de acceder a un diálogo con los representantes del gobierno, a fin de hacer un seguimiento de las promesas firmadas en noviembre pasado. Dichas promesas … consisten en la construcción de viviendas para la comunidad Qom.
তাঁদের ব্লগে [স্প্যানিশ ভাষায়] কোম গোত্রের সক্রিয়তাবাদীরা অভিযোগ করেন যে সরকার তাঁদের প্রতি কোন মনোযোগ দিচ্ছে না:
Cuándo se va a reconocer la situación crítica en que nos ponen? Negar la realidad es la peor alternativa.
ক্লডিও আন্দ্রেজ দে লুসা তাঁর ব্লগ সেনালেস [স্প্যানিশ ভাষায়]-এ আদিবাসীদের দাবীগুলোর প্রতি গুরুত্ব না দেওয়ার জন্য সরকারি প্রচার মাধ্যমগুলোর সমালোচনা করেন:
Los medios oficiales CN23, la Televisión Pública, TelAm y El Argentino decidieron darle aire al reclamo que llevan, desde hace más de 5 meses, hermanos de la comunidad Qom en Buenos Aires. Y lo hacen de la peor manera llaman a Formosa para que el ministro de Gobierno pida desde allá el levantamiento de la protesta y dialoguen, algo a lo que el Gobernador Gildo Insfrán siempre se negó. En ninguna de sus crónicas dan voz a los pedidos del los acampantes.
কোমের লড়াই সংগ্রামকে বিভিন্ন সংগঠন সমর্থন করেছে। এর মধ্যে মাদ্রেজ দে লা প্লাজা দে মায়ো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এনজিও এডোলফো পেরেজ এসকুইভেল অন্যতম। ২৬ এপ্রিল আর্জেন্টিনায় কোমদের পরিস্থিতির প্রতি ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস(আইএসিএইচআর) উদ্বেগ প্রকাশ করেছে। আইসিএইচআর-এ বিষয়টিকে উপস্থাপনকারী সংগঠন সেন্টার ফর লীগ্যাল এন্ড সোশ্যাল স্টাডিজ (সিইএলএস) তাঁদের ওয়েবসাইটে প্রতিক্রিয়া ব্যক্ত করেন:
La Comisión Interamericana de Derechos Humanos (CIDH) solicit al Estado argentino que “adoptar las medidas necesarias para garantizar la vida y la integridad física” de la comunidad qom (toba) “La Primavera”… el Estado argentine debe proteger a los indigenous “contra posibles amenazas, agresiones u hostigamientos por miembros de la policía, de la fuerza pública u otros agentes estatales”.