গল্পগুলো আরও জানুন আদিবাসী মাস সেপ্টেম্বর, 2009
ইজরায়েল: খাবারের প্রতি ভালোবাসার জন্য
যখন ইহুদীদের ধর্মীয় উৎসব হাই হলিডে কাছে চলে আসে, তখন সব ইহুদীদের মনে খাবারের বিষয়টি চলে আসে। ইহুদী ব্লগ জগৎ এখন এই জমকালো রান্না, খাবারের বৈশিষ্ট্য ও পরিচয় এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাবে প্রিয় রান্না করা খাবারের স্বাদ গ্রহণ করার অপেক্ষায় রয়েছে।