গল্পগুলো আরও জানুন ইতিহাস মাস নভেম্বর, 2022
সনি রামাদিন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুপার স্পিন বোলার, ৯২ বছর বয়সে মারা গেছেন।
তার বিশেষজ্ঞ স্পিন বোলিংয়ের মাধ্যমে, রামাদিন — স্পিনার আলফ ভ্যালেন্টাইন এবং কিংবদন্তি "থ্রি ডব্লিউএস"-এর শক্তিশালী ব্যাটিংএর সংযোগে - ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয় অর্জনে সাহায্য করেছিল।